ফারজানা ব্রাউনিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত হবার ঘটনাটি পুরানো

Published on: April 26, 2022

সাম্প্রতিক সময়ে “ফারজানা ব্রাউনিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত” এমন শিরোনামে ফেসবুকে একটি হেলিকপ্টার দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে , ভিডিওটি সাম্প্রতিক সময়ের না। ডেইলি স্টার, মানবজমিন, বাংলা ট্রিবিউন, কালেরকণ্ঠ সহ দেশের প্রধান গণমাধ্যমগুলো থেকে জানা যাচ্ছে  ২০১৮ সালে ১১ই অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লালবাগ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেসময় ফারজানা ব্রাউনিয়ার সাথে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর এবং সংগীতশিল্পী ফেরদৌস আরা ছিলেন।

পুরনো ঘটনা নতুন করে ভাইরাল করার জন্য ফ্যাক্টওয়াচ ভিডিওটিকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করছে।

বিভ্রান্তির সূত্রপাত

 গত ২২ এপ্রিল “ফারজানা ব্রাউনিয়ার হেলিকাপ্টার বিধ্বস্ত” এমন শিরোনামে দুই মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে নীল রঙ -এর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে। সেই হেলিকপ্টার থেকে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর এবং স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া ভীতসন্ত্রস্ত অবস্থায় বেরিয়ে আসছেন। পরে ভিডিওতে সঙ্গীতশিল্পী ফেরদৌস আরাকেও দেখা যায়। উক্ত ভিডিও ফেসবুকে বিভিন্ন পেজ, গ্রুপ এবং আইডি থেকে পোস্ট করা হচ্ছে।

এমনই কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোন ঘটনার ভিডিও নয়। বাংলাদেশের একটি মূলধারার সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন থেকে জানা যাচ্ছে, ২০১৮ সালের,১১ই অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী থানার গফুর মণ্ডলের বাসার সামনে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। সেসময় হেলিকপ্টারটির ভিতরে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী ফেরদৌস আরা, স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া এবং হেলিকপ্টারের পাইলটসহ মোট ছয়জন অবস্থান করছিলেন। দূর্ঘটনায় ফরিদুর রেজা সাগর সহ বাকি তিনজন হালকা চোট পেলেও ফারজানা ব্রাউনিয়া এবং সংগীতশিল্পী ফেরদৌস আরা অক্ষত ছিলেন। তবে কারো আঘাতই গুরতর ছিল না।

দূর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও ধারণা করা হয় বৈরী আবহাওয়া অথবা ইঞ্জিনে ত্রুটির কারণে দূর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

উল্লেখ্য সেইদিন দুপুর ১২টার দিকে  চ্যানেল আইয়ের ইমপ্রেস টিম গোদাগাড়ী উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে স্বর্ণকিশোরীদের মাঝে সাইকেল বিতরণ জন্য যান।

 

বাংলা ট্রিবিউন ছাড়াও মানবজমিন, ডেইলি স্টার, কালের কণ্ঠ, ভয়েস অফ আমেরিকা বাংলা সহ অনেক মূলধারার গণমাধ্যমই সংবাদটি প্রচার করে।

ফারজানা ব্রাউনিয়ার আনভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকেও দেখা যাচ্ছে, তিনি সূস্থ আছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। সাম্প্রতিক সময়ে কোনো দুর্ঘটনার খবর তার প্রোফাইলে নাই।

উল্লেখ্য, ফারজানা ব্রাউনিয়ার স্বর্ণকিশোরী ফাউন্ডেশন এ দেয়া অতীতের বক্তব্য এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। তারই পরিপ্রেক্ষিতে কয়েকটি ক্লিকবেইট ফেসবুক পেজ পুরনো এই ভিডিওকে নতুন করে উদ্দেশ্যমূলকভাবে প্রচার ক্রুছে বলে ফ্যাক্টওয়াচ মনে করছে।

যেহেতু সাম্প্রতিক সময়ে ফারজানা ব্রাউনিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত হবার কোন তথ্য পাওয়া যায়নি, এবং যেহেতু ভিডিওটি ৪ বছরের পুরনো, তাই পুরনো নিউজ নতুন করে ভাইরাল করার জন্য ফ্যাক্টওয়াচ তথ্যটিকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply