ইন্ডিয়ান দর্শকের কাছে ফিফা বিশ্বকাপের টিকেট বিক্রি করছে না কাতার?

Published on: June 11, 2022

সম্প্রতি “ব্রেকিং নিউজ ভারতের কোনো দর্শকের কাছে ফিফা বিশ্বকাপ ২০২২ এর কোনো ম্যাচের টিকিট বিক্রি করছে না কাতার”- শিরোনামে একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যায়, ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ টিকিট বিক্রির নিয়ন্ত্রক একমাত্র (ফিফা)। এছাড়া ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ২০২২ ফুটবল বিশ্বকাপের প্রথম পর্বের টিকিট ১৯ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় পর্বের টিকিট ৫ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত বিক্রি করা হয়েছে এবং শেষ মূহুর্তের টিকিট ১৫ জুন পর্যন্ত বিক্রি করা হবে। সুতরাং ফুটবল বিশ্বকাপ ২০২২ এর টিকিট বিক্রির কার্যক্রম প্রায় শেষের দিকে এবং তা ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নিয়ন্ত্রণে। এক্ষেত্রে আয়োজক দেশ কাতারের টিকিট বিক্রি বিষয়ক কোনো কর্তৃত্ব নেই। ভুল তথ্য প্রচার করার কারণে ফ্যাক্টওয়াচ এসব পোস্টগুলোকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

ফেসবুকে প্রচার হওয়া কিছু পোস্ট দেখুন এখানে, এখান, এখান, এখানে, এবং এখানে

গুজবের উৎস:

ফেসবুকে বিভিন্ন পেজ, গ্রুপ, ব্যক্তিগত একাউন্ট থেকে ছড়ানো পোস্টগুলোতে উৎস হিসেবে Channel 24 কে দেখানো হয়েছে। ফেসবুকে অনুসন্ধানে দেখা যায়, Channel 24 এর ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ভিডিও নেই। পরবর্তীতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে Abu Bakkar নামের ফেসবুক একাউন্ট থেকে শেয়ার করা Channel 24 এর একটি খণ্ডিত ভিডিও পাওয়া যায়। ভিডিওটি দেখুন এখানে। ভিডিওটির ১৫ সেকেন্ড অংশে বলা হয়েছে, “কোনো ভারতীয়কে ফুটবল বিশ্বকাপের টিকিট দিচ্ছে না কাতার।” ভিডিওটিতে আরও বলা হয়েছে, “মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানিয়েছে ইংলিশ ক্রিকেটার মঈন আলী।” উল্লেখ্য মঈন আলীর প্রতিবাদ-সংক্রান্ত এই তথ্যটিও গুজব প্রমাণিত হয়েছে। এ বিষয়ে ফ্যাক্টওয়াচের প্রতিবেদন দেখুন এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: Channel 24 থেকে প্রকাশিত ভিডিওটি সম্পর্কে জানতে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান The free press Journal ওয়েবসাইট থেকে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে ভিডিওটি প্রকাশ করেছেন। The Free Press Journal থেকে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে। “Nupur Sharma-Prophet Muhammad controversy could affect Indians’ Qatar World Cup Plan” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির ক্ষুদ্র সারাংশ দেখে নেয়া যাক, “নবী মোহাম্মদ (সাঃ) কে নিয়ে করা বিতর্কের খেসারত দিতে হতে পারে ইন্ডিয়ান ফুটবল সমর্থকদেরকে। এই বিষয়টি সামনে এসেছে এ কারণে যে একজন ইন্ডিয়ান ফুটবল ভক্তের হোটেল বুকিং আবেদন বাতিল করেছে কাতার কর্তৃপক্ষ”। উল্লেখ্য এই প্রতিবেদনটিও টুইটারে প্রকাশিত একটি টুইটের সুত্র ধরে করা হয়েছে। টুইটিতে দেখা যাচ্ছে উক্ত ফুটবল সমর্থকের ইতিমধ্যেই টিকিট ক্রয় করা আছে। প্রতিবেদনটিতে কোথাও উল্লেখ নেই যে আয়োজক দেশ কাতার ইন্ডিয়ান ফুটবল সমর্থকদের কাছে বিশ্বকাপের টিকিট বিক্রি করবে না। টুইটটি দেখুন এখানে


ফ্যাক্টওয়াচের মন্তব্য:

একটি স্বাধীন দেশ নিজ সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর যেকোনো দেশকে তার দেশের ভিসা না দেবার অধিকার রাখে। সে দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে পারে। এক্ষেত্রে ২০২২ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কাতার ভারতীয় ফুটবল প্রেমীদের তাদের দেশে অবস্থান করা হোটেল বুকিং নেয়া ইত্যাদি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার রাখে। তবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নিয়ন্ত্রণাধীন কোনো পলিসিতে তারা হস্তক্ষেপ করার অধিকার রাখে না। যে কারণে টিকিট বিক্রির কোনো সুযোগ তাদের নেই।

এছাড়া ফিফার ওয়েবসাইটে গিয়ে টিকিট সংক্রান্ত ভিন্নধর্মী কোনো সংবাদ দেখা যায়নি। ফিফা ওয়েবসাইটে টিকিট সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে। স্ক্রিনশটটি দেখুন নিচে –


সঙ্গত কারণে ফেসবুকে প্রচার হওয়া এসকল পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply