“কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে ইতালি!” – ভূয়া শিরোনাম ভাইরাল

Published on: June 14, 2022

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২ থেকে বাদ পড়েছে ইতালি, এটি কোনো নতুন খবর নয়। ১১ এবং ১২ জুন ২০২২ তারিখে “কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে ইতালি!” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে একাধিক অনলাইন পোর্টাল থেকে। সংবাদগুলোতে বলা হয়েছে, ইকুয়েডরের খেলোয়াড় বায়রন ডেভিদ কাস্তিলোকে নিয়ে ফিফার কাছে চিলির অভিযোগের ভিত্তিতে ইকুয়েডর যদি বিশ্বকাপ থেকে বাদ পড়ে, তাহলে তার বদলে ফিফার র‍্যাংকিং এর ভিত্তিতে বিশ্বকাপে সুযোগ পেতে পারে ইতালি। তবে গত ১০ জুন (শুক্রবার) চিলির অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিফা, ফলে বিশ্বকাপে খেলবে ইকুয়েডর, কোনো সুযোগ রইলো না ইতালির। সেই সুবাদে ১০ জুনের পরে ইতালির বিশ্বকাপে সুযোগ পাওয়ার সংবাদ নিশ্চিতভাবেই বিভ্রান্তিকর।

ভূয়া শিরোনামযুক্ত সংবাদগুলোর আরকাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।

উক্ত সংবাদগুলোর শিরোনামে “কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে ইতালি!” উল্লেখ করা হলেও সংবাদের বিস্তারিত অংশে বলা হয়েছে ইকুয়েডরের বিরুদ্ধে চিলির অভিযোগ ফিফা আমলে নিলে বিশ্বকাপে বাদ পড়তে পারে ইকুয়েডর, এবং সুযোগ মিলতে পারে ইতালি কিংবা চিলির। মূলত গত মাসে ফিফার কাছে চিলি অভিযোগ করেছে যে, বাছাইপর্বে ইকুয়েডরের হয়ে খেলা বাইরন ডেভিড কাস্তিলো আসলে কলম্বিয়ার অধিবাসী, এবং তিনি নিজের বয়স সম্পর্কেও ভুল তথ্য দিয়েছেন। গত ১০ জুন (শুক্রবার) চিলির উক্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিফা, ফলে বিশ্বকাপে খেলবে ইকুয়েডর। তবে, এখনো চাইলে আপিল করার সুযোগ রয়েছে চিলির।


এর আগে গত ২৫ মার্চ ২০২২ তারিখে বিশ্বকাপ বাছাইপর্বে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভেঙ্গে গেছে চারবারের চ্যাম্পিয়ন ইতালির। ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এ পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোর মধ্যে ইতালি ষষ্ঠ স্থানে অবস্থান করছে, যেখানে চিলির অবস্থান ২৮তম। অনেক ক্রীড়া বিশ্লেষক ধারণা করছিলেন যে, ইকুয়েডরের বিরুদ্ধে চিলির অভিযোগ সত্য প্রমাণিত হলে বিশ্বকাপ থেকে ইকুয়েডর বাদ পড়তে পারে এবং ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এর ভিত্তিতে ইতালি জায়গা পেতে পারে বিশ্বকাপে।



তবে গত ১০ জুন চিলির অভিযোগ ফিফা প্রত্যাখ্যান করে দেবার পর বিশ্বকাপে নিজের স্থান নিশ্চিত করেছে  ইকুয়েডর। ফলে ইতালি এবং চিলির আসন্ন বিশ্বকাপে অংশ নেয়ার আর কোনো সুযোগ নেই। ফিফা বিশ্বকাপ ২০২২ এ অংশগ্রহণকারী দেশগুলোর তালিকাটি দেখুন এখানে। গত ১০ জুন ফিফার সিদ্ধান্তের পরও ভূয়া শিরোনামে সংবাদ পরিবেশনের কারণে ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply