দানব আকৃতির বিশাল বড় মাছ ধরা পড়ল – ক্লিকবেইট শিরোনাম

Published on: September 24, 2022

সম্প্রতি “বন্যায় বাড়ির উঠান থেকে ধরা পড়লো দানব আকৃতির বিশাল বড় মাছ” শিরোনামে একটি সংবাদ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদটির বিস্তারিত অংশে যেয়ে দেখা গেছে, মাছের পুষ্টিগুণের বিষয়ে বিভিন্ন বর্ণনা থাকলেও দানব আকৃতির বিশাল বড় মাছ ধরা পড়ার কোনো তথ্য নেই। এছাড়া সংবাদটির ফিচার ইমেজে ব্যবহৃত ছবিটি গ্রফিক্সের সাহায্যে তৈরি করা হয়েছে। সুতরাং ক্লিকবেইট ক্যাপশনে প্রকাশিত সংবাদটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

এমন কিছু সংবাদ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

উক্ত ক্যাপশনে প্রকাশিত সংবাদটির বিস্তারিত অংশে প্রাচীনকাল থেকে মানুষের সাথে মাছের নিবিড় সম্পর্কের তথ্য, পুষ্টিগুণের কথা এবং মাছ ধরতে যেসব উপকরণ লাগে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে শিরোনাম অনুযায়ী সংবাদটির মূল বিষয় ছিলো দানব আকৃতির বিশাল বড় মাছ ধরার তথ্য প্রচার করা। বিস্তারিত অংশে এ সম্পৃক্ত কোনো তথ্য নেই। সংবাদটির শেষে মাছ ধরার যে ভিডিওটি শেয়ার করা হয়েছে, তা মূলত ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে Best Tata Fishing Moment ❤️ বন্যায় বাড়ির উঠান থেকে টেটা দিয়ে মাছ শিকার ❤️ Amazing Fishing at Home. ক্যাপশনে ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল। ভিডিওটি দেখুন এখানে

সুতরাং, সংবাদটির বিস্তারিত অংশের সাথে শিরোনামের কোনো মিল খুঁজে না পাওয়ায় ফ্যাক্টওয়াচ শিরোনামটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh