“যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশিরা বাদ” – শীর্ষক খবরটি ভূয়া

Published on: December 14, 2021

১৪ ডিসেম্বর ২০২১ তারিখে “যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশিরা বাদ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে দেশের একাধিক মূল ধারার সংবাদমাধ্যম। সংবাদগুলোতে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশের শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে। তবে এই তথ্যটি নাকচ করে দিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত রয়েছে।  

ফেসবুকে উক্ত ভূয়া তথ্য সংবলিত কিছু খবর দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।




উক্ত ভূয়া খবরটি প্রচার করেছে বাংলাদেশ প্রতিদিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ইনকিলাব, দ্য রিপোর্ট ডট লাইভ, আমাদের সময় সহ আরও বেশ কিছু অনলাইন পোর্টাল।

সংবাদগুলোতে বলা হচ্ছে,

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশের শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স।

সংস্থাটির ওয়েবসাইটে দক্ষিণ ও মধ্য এশিয়ার ফুলব্রাইট স্কলারশিপ ঘোষণায় বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য ইউএস স্কলার প্রোগ্রাম থেকে বাংলাদেশ সাময়িকভাবে স্থগিত রয়েছে।“

অথচ যুক্তরাষ্ট্রের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এর ওয়েবসাইটে গিয়ে দেখা যাচ্ছে, এমন কোনো তথ্য নেই। সেখানে স্পষ্টভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের কথা উল্লেখ রয়েছে।

বরং যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট বৃত্তির জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বলে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এর আগে এই বৃত্তির জন্য আবেদনের শেষ সময় ছিল ১১ ডিসেম্বর, ২০২১।


যদিও ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এর ওয়েবসাইটে উল্লেখ রয়েছে যে, বাংলাদেশে মার্কিন ছাত্র এবং মার্কিন পণ্ডিতদের জন্য ফুলব্রাইট প্রোগ্রাম ২০২১-২২ শিক্ষাবর্ষ স্থগিত করা হয়েছে। তবে এর পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি ওয়েবসাইটে।

একাধিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত যে, যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত রয়েছে। তাই “যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশিরা বাদ” –  শীর্ষক সংবাদটিকে ফ্যাক্টওয়াচ সঙ্গত কারণেই গুজব হিসেবে চিহ্নিত করেছে।

 

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply