Published on: January 22, 2023
![]() |
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:
গয়েশ্বর চন্দ্র রায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের পদত্যাগ চেয়েছেন কি না জানার জন্য প্রাসঙ্গিক কিছু কী ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হলেও এ সংক্রান্ত নিশ্চিত কোনো তথ্য মূলধারার সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। তবে, অধিকাংশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ি তাকে সবসময় তাদের পক্ষেই কথা বলতে এবং শেখ হাসিনার পদত্যাগ চাইতে দেখা গিয়েছে। সম্প্রতি মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেফতার করার বিরুদ্ধেও গয়েশ্বর কথা বলেছিলেন। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
অন্যদিকে, ফেসবুকে এই পোস্টটি প্রথম শেয়ার করা হয় গত ১৭ জানুয়ারি, কিন্তু এর ঠিক আগের দিনই গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে বক্তব্য দিয়েছিলেন।
১৭ জানুয়ারির পরেও তাকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রধান অতিথি হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। যেমনঃ জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারি ঢাকা জেলা বিএনপির দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠান, এবং ২০ জানুয়ারি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনি। এই সকল তথ্য বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে খুঁজে পাওয়া যায়।
তাছাড়া, বিএনপির পক্ষ থেকেও অফিসিয়ালি এমন কোনো ঘোষণা পাওয়া যায়নি যার ভিত্তিতে এটা বলা যায় যে, গয়েশ্বর চন্দ্র রায় বহিষ্কার হচ্ছেন।
তাই ভিত্তিহীন এই দাবিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|