সাবেক সাংসদ গোলাম মাওলা রনি কি গ্রেফতার হয়েছেন?

Published on: [October 15,2021]

‘’ধর্মীয় উস্কানির অভিযোগে সাবেক সাংসদ গোলাম মাওলা রনি গ্রেফতার’’ –মর্মে একটি খবর ফেসবুকে দেখা যাচ্ছে ১৫ অক্টোবর ভোর থেকে। কে , কোথা থেকে কিংবা কখন তাকে গ্রেফতার করেছে, এ সংক্রান্ত কোনো সূত্র এসব ফেসবুক পোস্টে নেই। ফেসবুকের বাইরে মূলধারার কোনো গণমাধ্যমেও গোলাম মাওলা রনির গ্রেফতার নিয়ে কোনো খবর নেই। বরং ১৫ অক্টোবর ২০২১ দুপুর ২টার দিকে গোলাম মাওলা রনিকে তার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে সক্রিয় দেখা গেছে।

গুজবের উৎস

১৫ই অক্টোবর সকাল ৬ ট ১১ মিনিটে বাশেরকেল্লা-Basherkella নামক ফেসবুক পেজ থেকে এই খবরটা জানানো হয়। এই পোস্টে ‘এই মাত্র পাওয়া’ শব্দযুগল ব্যবহার করা হয়, যেখান থেকে ফেসবুক ব্যবহারকারীরা ভাবতে পারেন, গোলাম মাওলা রনিকে হয়ত শেষরাতে কিংবা ভোরে গেফতার করা হয়েছে।

পরবর্তী কয়েক ঘণ্টায় আরো বিভিন্ন পেজ, গ্রুপে এবং প্রোফাইলের মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পরে। এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

এসব স্ট্যাটাস/খবরের সাথে গোলাম মাওলা রনিকে আটকের কোনো ছবি যোগ করা হয়নি, বরং তার পুরনো কিছু ছবি শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার ১৪ই অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা টাউন হল এলাকা থেকে গোলাম মাওলা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ মাধ্যমকে বলেন, কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে গোলাম মাওলা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এছাড়া র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান দৈনিক ইত্তেফাক কে বলেন, গোলাম মাওলা “জিএম সন্নি এইচডি মিডিয়া”  নামে ফেসবুক আইডিতে উসকানিমূলক পোস্ট ও ইউটিউবে বিভিন্ন ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

বিভিন্ন সংবাদমাধ্যমে এই ‘গোলাম মাওলা’র গ্রেফতার এর খবর প্রকাশিত হয়েছে। যেমন –বাংলা ট্রিবিউন , গোমতী টাইমস  , বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম , ডেইলি বাংলাদেশ ইত্যাদি।

এই রিপোর্ট লেখার সময় ( ১৫ই অক্টোবর রাত ৮টা), অর্থাৎ বাঁশেরকেল্লা পেজে প্রথমবারের মত গুজব প্রকাশের প্রায় ১৪ ঘণ্টা পরেও গোলাম মাওলা রনিকে গ্রেফতার মর্মে কোনো ধরনের খবর মূলধারার সংবাদমাধ্যম ,কিংবা অনলাইন নিউজ পোর্টালে খুঁজে পাওয়া  যায়নি।

গোলাম মাওলা রনির ভেরিফাইড ফেসবুক পেজেও  তাকে আটক সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি।

বরং তার ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে দুপুর ২ টায় রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর কটুক্তি! সারাদেশে সমালোচনার ঝড়! নেট দুনিয়ায় ভাইরাল! শীর্ষক একটি ভিডিও আপলোড করতে দেখা যায়। এই ভিডিওতে গোলাম মাওলা রনিকে সাম্প্রতিক বিষয় নিয়েই কথা বলতে দেখা গেছে। ফলে, ভোর ছয়টা কিংবা তার আগে সাবেক সাংসদ গোলাম মাওলা রনিকে গ্রেফতার করার তথ্যটি নিতান্তই গুজব।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

বিএনপি’র নেতা এবং সাবেক সাংসদ গোলাম মাওলা রনি কে ধর্মীয় উস্কানি দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সক্রিয় দেখা যাচ্ছে। কুমিল্লায় সাম্প্রদায়িক সংঘাতের প্রেক্ষিতে র‍্যাব ‘গোলাম মাওলা’ নামের অপর এক ব্যক্তিকে ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগে আটক করেছে। নামের আংশিক সাদৃশ্য ছাড়া এই দু’জনের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই খবরটিকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply