Published on: July 25, 2021
![]() |
গত ২২, ২৩ এবং ২৪ জুলাই ২০২১ তারিখে ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে উক্ত শিরোনামের খবরটি শেয়ার হতে দেখা গেছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
উক্ত শিরোনামে শেয়ার হওয়া একটি খবরের বিস্তারিত অংশে উল্লেখ করা হয়েছে, “আরেক দ’ফা কমেছে সোনার দর। সোনার বাজারে দরপতন হলেও বাড়তির দিকেই ছিল রুপার মূল্য। (31 অক্টোবর) দুপুরে পাওয়া সর্বশেষ খবরে বিশ্ব বাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ১৯২৬ দশমিক ৪৯ ডলারে। যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ১৫ ডলার কম”। অর্থাৎ এটি সাম্প্রতিক সোনার দরপতনের কোনো সংবাদ নয়। যদিও গত ৩১ অক্টোবর, ২০২০ তারিখেও সোনার দরপতনের কোনো সংবাদ খুঁজে পায়নি ফ্যাক্টওয়াচ।
একই শিরোনামের অন্য আরেকটি খবরের বিস্তারিত অংশে উল্লেখ করা হয়েছে, “গেল এক সপ্তাহে স্বর্ণের দাম কমেছে ২ দশমিক ১৪ শতাংশ। রূপার দাম কমেছে দশমিক ৩০ শতাংশ। অপরদিকে পরিশোধিত তেলের দাম দশমিক ৮৭ শতাংশ কমেছে। তবে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম সপ্তাহের ব্যবধানে দশমিক শূন্য ৩৭ শতাংশ বেড়েছে।“ ফ্যাক্টওয়াচ উক্ত সংবাদটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান চালিয়ে দেখেছে, এটিও পুরনো খবর। গত ২১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে “স্বর্ণের বাজারে বড় পতন, নিম্নমুখী তেলও” শিরোনামে jagonews24.com এর একটি সংবাদ হুবহু কপি করে উক্ত সংবাদটি পরিবেশিত হয়েছে।
এদিকে সর্বশেষ গত ২৩ মে সোনার দাম প্রতি ভরিতে বেড়েছিল ২ হাজার ৪১ টাকা। এছাড়াও গত বছর ৬ আগস্ট দেশে সোনার দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকা ভরি হয়েছিল যা ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ১৯ জুন ২০২১ (শনিবার) রাত সোয়া নয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছিল। ২০ জুন ২০২১ তারিখ থেকে বাংলাদেশ জুয়েলার্স সমিতির নির্ধারিত সোনা এবং রূপার নতুন দরটি নিচে দেয়া হল।
ফ্যাক্টওয়াচ টিম ঢাকার তাঁতিবাজারের কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়েছে, স্বর্ণের দাম সম্প্রতি উল্লেখযোগ্য হারে কমেনি। এছাড়া বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর অফিশিয়াল ওয়েবসাইটেও সর্বশেষ ১৯ জুন ২০২১ তারিখের একটি বিজ্ঞপ্তি দ্বারা মান ভেদে সোনার দাম উল্লেখ করা আছে। তাই সম্প্রতি প্রকাশিত “রেকর্ড পরিমাণে কমে পানির দামে নেমে এলো স্বর্ণের দাম, হুমড়ি খেয়ে কিনছে ক্রেতারা” শিরোনামের খবরটি ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী বিভ্রান্তিকর।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|