লালমনিরহাটে শিলাবৃষ্টির ভিডিওটি পাঁচ বছর আগের

Published on: March 17, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট শেয়ার হতে দেখা যায়, যেখানে দাবি করা হচ্ছে লালমনিরহাটে শিলাবৃষ্টিতে তিনজন কৃষকসহ একজন স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি পাঁচ বছরের পুরানো। ২০১৮ সালের ৩০ এবং ৩১ মার্চ তারিখে আপলোড করা দুটি ইউটিউব ভিডিওর সাথে সম্প্রতি শেয়ারকৃত ভিডিওটির মিল রয়েছে। সময় উল্লেখ না করে পুরানো ভিডিও নতুন করে শেয়ার করায় ফ্যাক্টওয়াচ এই ভিডিওর দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া শিলাবৃষ্টির ভিডিওটি সাম্প্রতিক সময়ের কিনা তা যাচাই করতে আমরা উক্ত ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি এবং ইউটিউবে যথাক্রমে ৩০ই মার্চ এবং ৩১ই মার্চ ২০১৮ এ প্রকাশিত তিনটি ভিডিও খুঁজে পাই। উক্ত ভিডিওগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে জানা যাচ্ছে, এই ভিডিওগুলোর সাথে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া ভিডিওটির হুবহু মিল রয়েছে। যেমন: AnantaArtBD নামক একটি ইউটিউব চ্যানেলে ৩০ই মার্চ ২০১৮ এ একটি ভিডিও আপলোড করা হয়েছিলো এবং ঐ ভিডিওটির ১ মিনিট ৪৪ সেকেন্ডে গিয়ে শিলার আঘাতে ফুটো হয়ে যাওয়া টিনের চাল দেখা গেছে। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটির আট সেকেন্ডে গিয়ে একইরকম ফুটো টিনের চাল দেখা গেছে। 

 

তাছাড়া, আমাদের অনুসন্ধানে ৩০ই মার্চ এবং ৩১ই মার্চ ২০১৮ এ যথাক্রমে প্রকাশিত Bangla Tribune এর একটি প্রতিবেদন এবং ETV News এর একটি ইউটিউব ভিডিও পাওয়া গেছে যেখানে দৃশ্যমান শিলার আঘাতে ফুটো হয়ে যাওয়া টিনের চালের সাথে পুরানো ভিডিওগুলোতে পাওয়া ফুটো চালের মিল রয়েছে।

 

৩১ই মার্চ ২০১৮ ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওর সাথেও সাম্প্রতিক সময়ে শেয়ারকৃত ভিডিওটির মিল পাওয়া গেছে। যেমন: BD World নামক এই ইউটিউব চ্যানেলটির ভিডিওর ১ মিনিট ৪৯ সেকেন্ডে গিয়ে ভিডিও ধারণকারী ব্যক্তির চেহারা দেখা গেছে যিনি একটি লাল টি-শার্ট পরিহিত ছিলেন। অন্যদিকে, সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে যে ভিডিওটি শেয়ার হচ্ছে সেই ভিডিওটির ২ মিনিট ১৮ সেকেন্ডে গিয়ে ঐ একই লাল রঙের টি-শার্ট পরিহিত ব্যক্তিটিকে দেখা গেছে। অর্থাৎ, ভিডিও দুটোর উৎস একই ব্যক্তি।

 

উল্লেখ্য, ৩০ই মার্চ ২০১৮ এ প্রকাশিত বাংলাদেশের কিছু মূলধারার গণমাধ্যমের সংবাদ ঘেঁটে আমরা দি ডেইলি স্টার এবং বিডিনিউজটুয়েন্টিফোর এ ঐ সময়কার আবহাওয়া সংক্রান্ত সংবাদ খুঁজে বের করি। উক্ত সংবাদগুলো পড়ে আমরা জানতে পেরেছি যে, ৩০ই মার্চ ২০১৮ এ ঢাকাসহ বাংলাদেশের বেশকিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছিলো। ৩০ই মার্চ ২০১৮ এ প্রকাশিত দি ডেইলি স্টারের এই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে, প্রচন্ড শিলাবৃষ্টিতে লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, এবং আদিতমারি উপজেলার ছয়টি ইউনিয়নের বিপুল ফসল নষ্ট হয়েছে এবং অনেক ঘর-বাড়ি বিপর্যস্ত হয়েছে। ৩০ই মার্চ ২০১৮ এ প্রকাশিত বিডিনিউজটুয়েন্টিফোরের এই প্রতিবেদনে বলা হয়েছে যে, হঠাৎ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শিলাসহ বৃষ্টিপাতের ফলে চারজন নিহত হয়েছেন এবং দেশের উত্তরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। অর্থাৎ, ৩০ই মার্চ ২০১৮ এ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিলাসহ বৃষ্টিপাত হয়েছিলো।

 

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে, সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া যে ভিডিওটিকে লালমনিরহাটের শিলাবৃষ্টির ঘটনা বলে দাবি করা হচ্ছে তা আসলে পাঁচ বছরের পুরানো একটি ভিডিও এবং ঐ সময়ই শিলাবৃষ্টি হওয়ার সময় ভিডিওটি ধারণ করা হয়েছিলো।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওপোস্টের দাবিটিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh