“Halar Po Hala” নামে সুইজারল্যান্ডে কি কোনো রেস্টুরেন্ট আছে?

Published on: September 8, 2022

সম্প্রতি সুইজারল্যান্ডের একটি বিখ্যাত হোটেল পরিচয়ে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিতে উল্লেখিত নামের সাথে আঞ্চলিক গালির মিল থাকায় ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটি বিকৃত এবং উক্ত ক্যাপশনেও রয়েছে ভুল। প্রথমত, এটি ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি তুর্কী রেস্টুরেন্ট এবং দ্বিতীয়ত, ছবিটি বিকৃত করা হয়েছে। মূল রেস্টুরেন্টটির নাম “Hala”।

 

এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ছবির সাহায্যে অনুসন্ধান করা হলে “Four Square” নামে একটি সিটি গাইড প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এমন একটি ছবি পাওয়া যায়। ছবিটির মাধ্যমে একজন ইন্টারনেট ব্যবহারকারী ০৭, ফেব্রুয়ারি ২০১৭ এ সেখানে কমেন্ট করেছিলো।

এই ওয়েবসাইটে বলা হয়, রেস্টুরেন্টটির নাম “Hala” এবং এর অবস্থান ইংল্যান্ডের লন্ডনে। পরবর্তীতে সেখানে দেওয়া ঠিকানার মাধ্যমে গুগল ম্যাপে অনুসন্ধান করা হলে এর সত্যতা পাওয়া যায়। গুগল ম্যাপের স্ট্রিট ভিউর সাহায্যে পর্যালোচনা করে দেখা যায়, ভাইরাল ছবিতে এই রেস্টুরেন্টটিকেই দেখা যাচ্ছে। পুনরায় অনুসন্ধানে এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজও পাওয়া যায়। সেখানে ব্যবহৃত লোগোগুলো খেয়াল করলে দেখা যায়, সবজায়গায় মূলত লন্ডনের এই রেস্টুরেন্টের কথাই বলা হচ্ছে।

অর্থাৎ, এটি নিশ্চিত যে ভাইরাল এসব পোস্টে বর্ণিত রেস্টুরেন্টটি সুইজারল্যান্ডে নয় বরং ইংল্যান্ডে অবস্থিত।

দ্বিতীয় অসংগতিটি হচ্ছে এটির নাম নিয়ে। ভাইরাল ছবিতে যে নামটি দেখা যাচ্ছে তার সাথে মূল রেস্টুরেন্টের নামের মিল নেই। গুগল ম্যাপ, মূল ওয়েবসাইট এবং ফেসবুক পেজ সব জায়গায় এর নাম “HALA” উল্লেখ করা হলেও ভাইরাল এই ছবিতে ভিন্ন নাম দেখা যাচ্ছে। যার সাথে একটি আঞ্চলিক ভাষার গালির মিল রয়েছে।

ভাইরাল পোস্টে উল্লেখিত নাম

ম্যাপ, ওয়েবসাইট এবং ফেসবুক পেজে উল্লেখিত নাম

পরবর্তীতে গুগল ম্যাপে ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই স্থানের পরিবর্তন পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে, এই সময়কালের মধ্যে রেস্টুরেন্টটি কয়েকবার তাদের সাইনবোর্ডে পরিবর্তন আনে। সর্বশেষ ২০২২ সালের আপডেটে উপরোক্ত নতুন সাইনবোর্ডটি দেখতে পাওয়া যায়, যেখানে শুধুমাত্র “hala” নামটি রয়েছে। বর্তমানে যে ছবিটি ভাইরাল হচ্ছে, সেটি এই রেস্টুরেন্টের পুরনো সাইনবোর্ডের ছবি। ২০১৯ সালের গুগল ম্যাপের স্ট্রিট ভিউ থেকে পাওয়া নিম্নোক্ত এমন একটি ছবিকেই মূলত বিকৃত করা হয়েছে। যেহেতু রেস্টুরেন্টের নামের সাথে বাংলাদেশের একটি আঞ্চলিক শব্দের মিল আছে, সেই সুবাদে মূল সাইনবোর্ডকে বিকৃত করে ভাইরাল এই দাবিটি তৈরি করা হয়েছে। পুরাতন এই সাইনবোর্ডটি যে তাদেরই এই বিষয়টি ইংল্যান্ডের “HALA” রেস্টুরেন্ট কর্তৃপক্ষও ফ্যাক্টওয়াচ টিমকে নিশ্চিত করে।

রেস্টুরেন্টের পুরাতন সাইনবোর্ড


ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত সাইনবোর্ড

সুতরাং দুটি অসংগতি নিশ্চিতভাবেই প্রমাণিত যে, ভাইরাল এই রেস্টুরেন্টের অবস্থান সুইজারল্যান্ডে নয়, ইংল্যান্ডে। সেখানে ব্যবহৃত ছবিটি রেস্টুরেন্টের পুরনো একটি ছবিকে বিকৃত করে তৈরি করা হয়েছে। তাই অসংগতি বিবেচনায় এই পোস্টকে “বিকৃত” চিহ্নিত করা হচ্ছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh