হিরো আলমকে কি পুলিশ গ্রেফতার করেছে?

Published on: February 16, 2023

হিরো আলমকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে!”– এমন শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে হিরো আলমের গ্রেফতার সংক্রান্ত সাম্প্রতিক সময়ের কোনো তথ্য পাওয়া যায়নি। বরং তিনি যে এখনও মুক্ত এ ব্যাপারে যথেষ্ট প্রমাণ খুঁজে পাওয়া যায়। অন্যদিকে, ২০২২ সালের ২৮ জানুয়ারি  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে হিরো আলম এফডিসিতে ঘুরতে  গিয়েছিলেন। কিন্তু তাকে সেখানে ঢুকতে দেয়নি পুলিশ।  ভাইরাল হওয়া ভিডিওটি মূলত সেই সময়কার। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভাইরাল হওয়া ভিডিওটির বিভিন্ন অংশ রিভার্স ইমেজ সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে  ২০২২ সালের ২৮ জানুয়ারি প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। তাছাড়া, ভিডিওর বর্ণনা থেকে নিশ্চিত হওয়া যায়, গত বছরের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণের সময় হিরো আলম ভোটার না হলেও এফডিসিতে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাকে সেখানে প্রবেশ করতে দেয়নি।

পরবর্তিতে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে মূলধারার কিছু সংবাদমাধ্যম থেকে জানা যায়, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের শুরু থেকেই কাঞ্চন-নিপুণ প্যানেলের সমর্থনে এফডিসিতে এসে নির্বাচনি প্রচারণায় অংশ নেন হিরো আলম। শিল্পী সমিতির সদস্য না হয়েও তিনি নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছিলেন এবং নির্বাচনের দিন ভোটগ্রহণ কেমন হচ্ছে তা দেখতে এফডিসিতে গিয়েছিলেন। গাড়ি থেকে নামার পর শত শত মানুষ তার সাথে সেলফি তুলতে  ছুটে যান। এককথায় সেলফি তোলার প্রতিযোগিতা শুরু হয় তাকে ঘিরে। এরপর পুলিশ এদের হাত থেকে হিরো আলমকে উদ্ধার করার চেষ্টা করে। এই ঘটনার পরে তাকে আর এফডিসির ভিতরে ঢুকতে দেয়নি পুলিশ। অতঃপর তাকে নিউজ টুয়েন্টিফোরের একটি গাড়িতে চড়ে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে হিরো আলম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কি না এ ব্যাপারে বিস্তারিত ভাবে জানার জন্য প্রাসঙ্গিক কিছু কী ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, হিরো আলমকে নিয়ে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় যে, হিরো আলম গ্রেফতার হননি। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে

উল্লেখ্য, হিরো আলমকে ২০১৯ সালের ৬ মার্চ  তার স্ত্রীকে মারধরের অভিযোগে নারী নির্যাতন দমন আইনে করা এক মামলায় পুলিশ গ্রেফতার করেছিল। এরপরে ২০২২ সালের ২৭ জুলাই রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত “বিকৃত” করে গাওয়ার অপরাধে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ডেকে মুচলেকা নেয়া হয়েছিল। এছাড়া, হিরো আলমের গ্রেফতার সংক্রান্ত আর কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

ইতিপূর্বে হিরো আলমের গ্রেফতার সংক্রান্ত  মিথ্যা ফেসবুক পোস্ট নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল ফ্যাক্টওয়াচ। প্রতিবেদনটি দেখুন এখানে

সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা”হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh