“মানব শিশুর জন্ম দিল ছাগল”- শিরোনামে সাত বছর আগের ছবি ভাইরাল

Published on: December 31, 2021

সম্প্রতি “মানব শিশুর জন্ম দিল ছাগল” এমন শিরোনামে একটি ছবিসহ খবর সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জানা যায়, উক্ত ছবিটি ২০১৪ সালের এবং ভারতের আসাম নয়, বরং কর্ণাটকের একটি ঘটনার । “Mangalore Today” নামক একটি আঞ্চলিক অনলাইন পোর্টালে ২০১৪ সালের ডিসেম্বরে এই ছবিটি দেখতে পাওয়া যায়। সম্প্রতি আসামের চাচর জেলায়ও এমন একটি ঘটনা ঘটেছে ঠিকই তবে উক্ত ছবিটি সেই ঘটনার ছবি নয়। তাই ফ্যাক্টওয়াচ পুরনো ছবিসহ খবরটিকে “বিভ্রান্তিকর” চিহ্নিত করছে।

 

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে



“নয়া শতাব্দী” এবং “আমার বরিশাল ২৪” নামে দুইটি ওয়েবপোর্টালের বরাত দিয়ে খবরটি ফেসবুকে শেয়ার করা হয়।


প্রতিবেদন দুইটির আর্কাইভ লিঙ্ক দেখুন এখানে এবং এখানে

 

খবরটিতে দাবি করা হচ্ছে, মানব শিশুর জন্ম দিয়েছে একটি ছাগল। এ সংক্রান্ত একটি ছবিও সেখানে দেখা যায়। আসামের চাচর জেলার গঙ্গাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে বলে উল্লেখ করা হয়। জি নিউজকে সূত্র উল্লেখ করে খবরটি প্রকাশিত হয়।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

 

ভাইরাল এই খবরে থাকা ছবিটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে, ২০১৪ সালের কয়েকটি প্রতিবেদন সামনে আসে। “Goat gives birth to human like babies” শিরোনামে ভারতের কর্ণাটকের একটি আঞ্চলিক নিউজপোর্টালের এই প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের একটি এলাকায় এই ঘটনাটি ঘটেছিলো। “Mangalore Today” নামক এই নিউজপোর্টালে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে উক্ত ছবিটি দেখতে পাওয়া যায়।

এর ব্যাখ্যা হিসেবে এই প্রতিবেদনে আ্যানিমেল হাজবেন্ডারির তৎকালীন সহকারী পরিচালক ডা. দেবদাসকে উদ্ধৃত করে বলা হয়, এই অবস্থাটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফ্যাটাল আ্যানাস্ট্রা বলা হয়। জ্বীনগত সমস্যা কিংবা সংক্রমণের কারণের এমনটা হয়ে থাকে।

 

এছাড়াও “Mathrubhumi” নামে আরেকটি ওয়েবপোর্টালেও ২৪ ডিসেম্বর ২০১৪ সালে এই একই ছবিসহ খবরটি দেখতে পাওয়া যায়।

 

ভাইরাল এই খবরে থাকা প্রাসঙ্গিক কি-ওয়ার্ডের মাধ্যমে পুনরায় গুগল সার্চ করে দ্য টাইমস অব ইন্ডিয়ার “Assam: Goat gives birth to baby with ‘human like’ offspring leaving villagers stunned” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে বলা হচ্ছে যে, সম্প্রতি ভারতে আসামের চাচর জেলার গঙ্গাপুর গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে। তবে সেখানে সম্পূর্ণ ভিন্ন একটি ছবি দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে ভাইরাল খবরগুলোতে উল্লেখিত সূত্র জি নিউজের বাংলা প্রতিবেদনটিও পাওয়া যায়। মূলত এই প্রতিবেদন থেকেই অনেকাংশে লিখাগুলো নেয়া হয়েছে বলে মনে হচ্ছে। তবে সেখানে থাকা ছবিটি ভিন্ন।

অর্থাৎ, আসামের চাচর জেলায় এমন একটি ঘটনা ঘটেছে সত্যি তবে ভাইরাল সংবাদে প্রকাশিত ছবিটি সেই ঘটনার নয়। ছবিটি প্রায় সাত বছর পুরনো।

 

অতএব, বিষয়টি পরিষ্কার যে বর্তমানে ‘আসামে মানব শিশুর জন্ম দিয়েছে ছাগল’ শিরোনামে যে ছবিটি প্রকাশিত হচ্ছে সেটি ২০১৪ সালের অন্য একটি ঘটনার ছবি। এটি সম্প্রতি আসামের চাচর জেলার ঘটনার কোনো ছবি নয়। তাই প্রায় সাত বছর পুরনো এই ছবিটিকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply