আইজিপি বেনজিরের জার্মানি পালিয়ে যাওয়ার গুজব

Published on: September 16, 2022

বেনজীর আহমেদ বৃহস্পতিবার রাত্রে জার্মানি পালিয়ে গেছে -এমন একটি গুজব ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, পুলিশের আইজিপি বেনজির আহমেদ এর গত ফেব্রুয়ারিতে জার্মানি যাওয়ার কথা থাকলেও সেটা বাতিল হয়েছিল । সম্প্রতি তিনি আমেরিকায় পুলিশপ্রধানদের সম্মেলনে যোগদান করলেও  জার্মানি যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

গুজবের উৎস

গত ৩রা সেপ্টেম্বর বিএনপি কাজা জাহাঙ্গীর নামক পেজ থেকে ৮ মিনিট ৮ সেকেন্ডের এই ভিডিওটা আপলোড করা হয়েছিল। কোনো বিরামচিহ্ন ছাড়া ভিডিওর ক্যাপশনটা ছিল এইরকম- প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকর্তা ফেঁসে যাওয়ার ভয়ে বেনজীর আহমেদ বৃহস্পতিবার রাত্রে জার্মানি পালিয়ে গেছে ফেঁসে যেতে পারে ওবায়দুল কাদের

পরবর্তীতে কয়েকদিন এই ভিডিও ৪৬ হাজার বার শেয়ার করা হয়।

অনেকে ভিন্ন ক্যাপশনে একই ভিডিও পুনরায় আপলোড করেন।

এমন কয়েকটি ভিডিও দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

এই ভিডিওর ১৫ তম সেকেন্ডে বলা হয়েছে, বিছানার চাদর ও বালিশের কাভার কেনার অজুহাতে জার্মানি পালাচ্ছেন আইজিপি বেনজির। যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার পর চরম হতাশায় দিন কাটছে  পুলিশপ্রধান বেনজিরের। কেননা শেখ হাসিনার ক্ষমতায় থাকার সম্ভাবণা ক্ষী হয়ে আসছে আমেরিকার নিষেধাজ্ঞার পর। এছাড়াও শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপর আর ভরসা করতে পারছেন না পুলিশের সিনিয়র কর্মকর্তারা ।

এছাড়া, ১ মিনিট ২৭ সেকেন্ডে বলা হয়েছে, বালিশ আনার অজুহাতে জার্মানিতে নিজের নাগরিকত্ব স্থায়ী করতে রাতের অন্ধকারে বাংলাদেশ ছেড়েছেন বেনজির আহমেদ

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এর ভেরিফাইড ফেসবুক একাউন্ট এ গত ২১শে ফেব্রুয়ারির পরে আর কোনো পোস্ট নেই।

তবে গণমাধ্যম থেকে জানা যাচ্ছে, গত ৩১শে আগস্ট  তিনি জাতিসংঘের আয়োজনে পুলিশপ্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন । এ সংক্রান্ত কয়েকটি খবর দেখুন প্রথম আলো, ডিএমপি নিউজ , ভয়েস অফ আমেরিকা , ঢাকা টাইমস ইত্যাদি সংবাদ মাধ্যমে।

২ দিনের সম্মেলন শেষে দেশে ফিরে অতি সম্প্রতি গত সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমির (ইন্টারপা) আন্তর্জাতিক ১১তম সম্মেলনে আইজিপি বেনজির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । ওই অনুষ্ঠানে তার বক্তব্য এবং ছবি বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে। যেমন- আর টিভি, বাংলা ট্রিবিউন ইত্যাদি ।

এসব খবর থেকে বোঝা যাচ্ছে, আইজিপি জার্মানি যাননি, বরং বর্তমানে তিনি বাংলাদেশেই অবস্থান করছেন।

তবে, গত ফেব্রুয়ারি মাসে আইজিপির জার্মানি সফর নিয়ে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল ।

বিডিনিউজ টুয়েন্টিফোর এ গত ১৮ই ফেব্রুয়ারির এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে,  স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ৭ ফেব্রুয়ারি আইজিপির ওই সফরের বিষয়ে একটি আদেশ জারি করে।

ওই আদেশে বলা হয়েছে, আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. ফিরোজ উদ্দীন খলিফা এবং পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম ২৮ ফেব্রুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে ৯ দিনের সফরে জার্মানি যাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, এক লাখ বিছানার চাদর ও বালিশের কভারের (ডাবল) শিপমেন্টের জন্য ‘ফ্যাক্টরি একসেপটেন্স টেস্টে অংশ নিতে এই তিন কর্মকর্তার এই সফর।

দৈনিক যুগান্তর এ গত ১৬ই ফেব্রুয়ারির এই প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (জনসংযোগ) কামরুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি সামাজিক মাধ্যমে আইজিপি পুলিশ বাহিনীর জন্য জার্মানি থেকে ১ লাখ চাদর কিনতে সে দেশে সফর করবেন এমন একটি অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে। এ বিষয়ে প্রকৃত সত্য এই যে, পুলিশ বাহিনী জার্মানি থেকে বালিশের কাভারসহ বিছানা চাদর ক্রয় করছে না। তা ছাড়া জার্মানি বিছানা চাদর উৎপাদন ও রপ্তানিকারক কোনো দেশ নয়, তারা ভারী শিল্পের দেশ।

বিবৃতিতে বলা হয়, ‘সংগত কারণে আইজিপি চাদর, বালিশের কাভার কিনতে জার্মানি যাওয়ার কোনো অবকাশ নেই। তা ছাড়া গণক্রয় আইন অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা ব্যক্তিগত সামগ্রীর মতো কোনো মার্কেট বা দেশ সফরে গিয়ে কোনো প্রকার সরকারি পণ্য ক্রয় কিংবা সংগ্রহ করতে পারেন না। এ ক্ষেত্রে নির্ধারিত সরকারি ক্রয় প্রক্রিয়া রয়েছে।

এতে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ সব সময় স্থানীয় দরপত্রের মাধ্যমে স্থানীয় প্রস্তুতকারীদের প্রস্তুতকৃত বিছানা চাদর, বালিশের কাভার ক্রয় করে থাকে। চলতি বছরও অনুরূপভাবে বাংলাদেশ পুলিশ স্থানীয়ভাবে দরপত্রের মাধ্যমে বাংলাদেশে প্রস্তুতকৃত বিছানা চাদর, বালিশের কাভার সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করেছে।

অর্থাৎ, সাম্প্রতিক সময়ে , কিংবা নিকট অতীতে তার জার্মানি যাওয়ার খবরের কোনো সত্যতা নেই।

ফেসবুকের বাইরে কোনো সংবাদমাধ্যমেও আইজিপির জার্মানি যাওয়ার কোন খবর প্রকাশিত হয়নি।

তাই ফ্যাক্টওয়াচ এই সংক্রান্ত পোস্ট গুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh