ইন্ডিয়ান আইডলের বিচারকেরা কোরআন তেলাওয়াত শুনে কাঁদেন নি

Published on: March 3, 2022

 পবিত্র কোরআনের তেলওয়াত শুনে সবাই অজরে (অঝোরে) কাঁদল-এমন ক্যাপশনযুক্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে , একটি শিশু কোনো এক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করছেন । এবং একই সাথে অনুষ্ঠানের ঘোষক,বিচারক,দর্শক ও অন্যান্য কলাকুশলীরা কাঁদছেন । দাবি করা হচ্ছে,সুন্দর তেলাওয়াত শুনেই তারা আবেগাপ্লুত হয়ে কাঁদছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, দু’টি সম্পূর্ণ ভিন্ন দু’টি অনুষ্ঠানের ভিডিও যোগ করে এই ভিডিও তৈরি করা হয়েছে।

গুজবের উৎস

আলোচ্য ভিডিওযুক্ত কয়েকটা পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

অনুসন্ধান

অনুসন্ধানে দেখা যাচ্ছে, কোরান তেলাওয়াতের ভিডিওটি নেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমশিরোনামের এই ভিডিও থেকে ,যা ২০২১ এর নভেম্বরে আপলোড করা হয়েছিল।

অনুষ্ঠানের বিচারকদের কান্নার ভিডিওটি নেওয়া হয়েছে ভারতীয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল এর সিজন ১২ এর একটি এপিসোড থেকে । উক্ত এপিসোডে Danish নামের এক প্রতিযোগী ‘আপনে তো আপনে হোতে’ শীর্ষক গানটি পরিবেশন করেন। গানের শেষে হিমেশ, নেহা সহ উপস্থিত বিচারক ও অন্যান্যদের আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানো হয়। ইউটিউবে উক্ত এপিসোডের বেশ কয়েকটি ভিডিও খুঁজে পাওয়া গেল। যেমন দেখুন এখানে , এখানে


এই দুইটা ভিডিওর কিছু কিছু অংশ যোগ করেই আলোচ্য কোরান তেলাওয়াতের ভিডিও তৈরি করা হয়েছে এবং ভুল ক্যাপশনে সেটি শেয়ার করা হচ্ছে।

ফ্যাক্টওয়াচ এই ভুল ক্যাপশনযুক্ত ভিডিওকে মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply