ভারতের সরকারি অফিসে সাপ ছেড়ে দেয়ার ঘটনাটি দশ বছর আগের

Published on: April 2, 2022

“ভারতের উত্তর প্রদেশে একটি সরকারী অফিসের কর্মচারীরা ঘুষ দাবি করলে সেখানকার কৃষকরা একটা ব্যাগে ৪০টি বিষাক্ত সাপ সেই অফিসে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এর ফলে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সব কর্মচারীরা প্রাণ ভিক্ষা চায় এবং বের হবার জন্য কান্নাকাটি শুরু করে। তারা এই প্রতিশ্রুতিও প্রদান করে যে তারা জীবনে আর কোন দিন ঘুষ চাইবে না

এই ক্যাপশনে একটি পোস্ট ফেসবুকে প্রচুর শেয়ার হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, পোস্টটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং ৩০ নভেম্বর ২০১১ সালে প্রকাশিত পুরনো একটি সংবাদকেই নতুন করে শেয়ার করা হচ্ছে। সে সময়ে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। পুরনো পোস্ট নতুন করে ভাইরাল হবার কারণে সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্ত হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এমন ফেসবুক পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” চিহ্নিত করেছে।

ভাইরালকৃত পোস্টগুলো দেখুন,  এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম “বিবিসি নিউজ” ৩০ নভেম্বর ২০১১ সালে এই ঘটনা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি দেখুন এখানে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের লারা গ্রামের একজন বাসিন্দা মিস্টার হাক্কুল। তার এলাকাতে আহত কোনো সাপ দেখা গেলে তাকে সংবাদ দেওয়া হয়। অনেক বছর ধরে তিনি আহত সাপ উদ্ধার করে সেবা দিয়ে জীবন বাঁচান।

মিস্টার হাক্কুল অনেক বছর ধরে বিভিন্ন সরকারি অফিসে এক টুকরো সরকারি জমি পাবার আশায় আবেদন করে আসছেন, যেনো সেখানে তিনি তার উদ্ধারকৃত সাপগুলোকে রাখতে পারেন।

মিস্টার হাক্কুল এ বিষয়ে রাষ্ট্রপতি বরাবরও আবেদন করেছিলেন। উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে ছাড়পত্র দিলেও স্থানীয় অফিস বিষয়টি নিয়ে সময়ক্ষেপণ করছিল। এতে করে ক্ষোভের বশবর্তী হয়ে তিনি কিছু অনুসারীসহ তফসিল অফিসে যেয়ে তার সংগ্রহে থাকা বিষাক্ত ও নির্বিষ কিছু সাপ অফিসের মেঝেতে ছেড়ে দেন। ফলে সেখানে আতঙ্ক ও বিশৃংখলার সৃষ্টি হয়। অনেকে হাক্কুলকে মারতে লাঠি নিয়ে আসে। এক পর্যায়ে হাক্কুল তার অনুসারী নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

আরও বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চ করে, ১০ বছর আগে The Telegraph নামের একটি ইউটিউব চ্যানেলে , “Indian snake charmer releases cobras in tax office protes” ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুজে পাওয়া যায়। ভিডিওটি দেখুন এখানে ভিডিওটিতে দেখা যায় একজন ব্যক্তি কোনো একটি প্রতিষ্ঠানের মেঝেতে ঝোলা থেকে অসংখ্য সাপ ছেড়ে দিচ্ছে। ভিডিওটির পরবর্তী অংশে তার বক্তব্যে বলেন, ম্যাজিস্ট্রেট বলেছেন তাকে জমি বরাদ্দ দেয়া হয়েছে, কিন্তু স্থানীয় অফিসের কর্মকর্তা তাকে নানা শর্তের কথা বলে সময় ক্ষেপণ করাচ্ছে। সাপগুলো কোথাও রাখার জায়গা নেই বলেই তিনি তফসিল অফিসে সাপগুলো  ছেড়ে দিয়েছেন।

অনুসন্ধানে দেখা যায় “বিবিসি নিউজ” থেকে প্রকাশিত সংবাদ ও ইউটিউবের ভিডিওটিতে সাপ ছেড়ে দেওয়া ঘটনাটি একই মানুষের। সুতরাং সাপ ছেড়ে দেওয়া ঘটনাটি সরকারি অফিসে ঘুষের বিরুদ্ধে কৃষকদের সম্মিলিত প্রতিবাদের নয়।

 

অনুসন্ধানে দেখা গেছে, ২০১১ সালে ঘটে যাওয়া এই ঘটনাটির উপর ভিত্তি করে ২০১৮ এবং ২০১৯ সালেও একই ধরনের ভাইরাল গুজব ছড়িয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে,  এখানে

সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোর দাবিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply