মৃতদেহ পানিতে পড়ে যাওয়ার ভিডিওটি মূলত টিভি নাটকের দৃশ্য

Published on: April 4, 2022

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মুসলিম রীতি অনুযায়ী কিছু মানুষ একটি খাটিয়ায় লাশ নিয়ে যাওয়ার পথে বাতাসের ধাক্কায় লাশটি একটি পুকুর বা সুইমিং পুলে পড়ে যায় । ফেসবুকে এটাকে অলৌকিক ঘটনা হিসেবে অনেকে মন্তব্য করছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি ইন্দোনেশিয়ার একটি টিভি নাটকের অংশ এবং এখানে অলৌকিক কোনো ঘটনা ঘটেনি।

গুজবের উৎস

২০১৮ সালে ইন্দোনেশিয়ায় এই গুজবটা প্রথমবারের মত ভাইরাল হয়েছিল । ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম rancahpost এর এই খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৩/৯/২০১৮) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একদল শব বাহক একটি খাটিয়ায় করে একটি মৃতদেহ নিয়ে যাচ্ছে। কিন্তু পথিমধ্যে মনে হলে অদৃশ্য কোনো কিছু তাদেরকে বাধা দিচ্ছে এবং ঠেলে পিছনে সরিয়ে দিচ্ছে।  এরই এক পর্যায়ে তাদের খাটিয়া থেকে কাফন মোড়ানো মৃতদেহটি পাশের পুকুরে পড়ে যায়।
মৃতদেহকে পুকুরে পড়তে দেখে আত্মীয়স্বজন কান্নাকাটি শুরু করে। আশেপাশের সবাইকেই বিমর্ষ অবস্থায় দেখা যায়।

ভিডিওর এই ঘটনা সত্য নাকি সাজানো, সেটা জানা যায়নি। তবে অধিকাংশ নেটিজেন মনে করছেন, এটি একটি সোপ অপেরার অংশ ।

ফেসবুক ব্যবহারকারী Yuni Rusmini লিখেছেন , আস্তাগফিরুল্লাহ । এটা কি সত্য ঘটনা নাকি অভিনয়? এটা যদি সত্য ঘটনা হয়ে থাকে, তাহলে কেন এমন ঘটল? কেউ জানেন ?

Servant নামের আরেকজন লিখেছেন, আল্লাহর শক্তি দেখা গেল। কুন ফায়া কুন । তিনি যা ইচ্ছা করেন, তাইই ঘটবে , আশেপাশে যাইই হোক না কেন ।

Mustakim লিখেছেন , আমাদের গ্রামে এর চেয়েও আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। যারা এখনো জীবিত আছেন তাদের জন্য শিক্ষনীয় হতে পারে এই ঘটনাটি। আল্লাহ সবকিছুই দেখছেন।

Triaannhyty লিখেছেন , পাশের কলাগাছের পাতাও বাতাসে নড়েনি (কিন্তু লাশ পড়ে গেল) । মনে হচ্ছে (অদৃশ্য) কেউ একজন টেনে ফেলেছে ওকে ।

Xhanthani Khan Malhotra Reichand লিখেছেন , এটা একটা সিনেমার অংশ মনে হচ্ছে।

বাংলাদেশেও ২০১৮ সালে এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। যেমন Amar Ami নামক এই প্রফাইল থেকে গত ১৬ই সেপ্টেম্বর ২০১৮ তারিখে আলোচ্য ভিডিওটি আপলোড করা হয় । ভিডিওর ক্যাপশন ছিল-
আল্লাহু আকবার ,

হে  আল্লাহ  তুমি আমাদের ক্ষমা কর …  ।( আমিন )

শরীর শিউরে উঠার মত একটি ভিডিও ।

এই একটি ভিডিওই ৭৩০০ বার শেয়ার করা হয় ।

তবে সাম্প্রতিক সময়ে গত ২০শে মার্চ ২০২২ থেকে বাংলাদেশে এই ভিডিওটা নতুন করে ভাইরাল হয়েছে । এমন কয়েকটা পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানেএখানে

অলিউল ইসলাম আলাউদ্দীন গত ২০শে মার্চ এই ভিডিও আপলোড করে ক্যাপশনে লিখেছেন ,
জানি না যে এই ঘটনাটি কোন যায়গায় ঘটেছে,

আমি পেয়েছি ফেইসবুকে সেখান থেকে নেওয়া।

এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে মুসলমানদের জন্য।

আল্লাহু আকবার ,

হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা কর ..( আমিন )

শরীর শিউরে উঠার মত একটি ভিডিও।

ইতিমধ্যে এই পোস্ট ৩২ হাজারেরো বেশি বার শেয়ার করা হয়েছে, যেখান থেকে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে ।

জনমনে বিভ্রান্তি

ভিডিওর ক্যাপশনে ঘটনার বিস্তারিত বিবরণ না থাকায় কমেন্ট সেকশনে ফেসবুক ব্যবহারকারী বিভিন্ন রকমভাবে ঘটনা সাজিয়ে ভিডিওটা ব্যাখ্যা করছেন। যেমন-


এছাড়া অনেকেই এই ঘটনাকে সাজানো নাটক বা টিকটক এর অংশ বলে ধারণা করছেন ।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

এই ভিডিওটি একটি ইন্দোনেশিয়ান ধর্মীয় ধারাবাহিক নাটক Dzolim এর অংশ। চ্যানেলের নাম MNC TV, এবং এই ভিডিওটির যে পর্বে প্রচারিত হয়েছিল তার নাম Mulut Busuk Jasad Pemandi Jenazah Tukang Ghibah। প্রচারের তারিখ ছিল ২৩/৯/২০১৮।

MNC TV এর অফিশিয়াল ইন্সটাগ্রাম পেইজে এই ভিডিও খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে

ইনস্টাগ্রামে ট্রেইলার হিসেবে আপলোড করা এই পোস্টে ইন্দোনেশিয়ান ভাষায় বলা হয়েছে, এটা এমন এক ব্যক্তির গল্প, যে জীবদ্দশায় বিভিন্ন অন্যায় করত। মৃত্যুর পরে কোন শাস্তি সে পাবে ? দেখুন জলিম এর এবারের পর্ব , ‘ টুকাং গিবা এর মুর্দা গোসলকারীর পচা মুখ’ । আজ বিকাল ৫ টা ৩০ মিনিটে।

উইকিডিয়ায় Dzolim নিবন্ধ এ বলা হয়েছে,  জলিম হচ্ছে MNC TV তে প্রচারিত একটি ধর্মীয় সোপ অপেরা । এটি প্রযোজনা করেছে MNC pictures. এই সোপ অপেরায় বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন।  জলিম মূলত পরকালের শাস্তিকে ফোকাস করে নির্মাণ করা হয়েছে । এখানে দেখানো হয়েছে, জালিমদের প্রতি আল্লাহর শাস্তি কত কঠোর হতে পারে। যারা বিভিন্ন পাপ এবং অন্যায়-অবিচার করে , আল্লাহ তাদের কখনো ক্ষমা করেন না। Dzolim এর প্রতিটা পর্বে একজন পাপীকে দেখানো হয়, যে জীবদ্দশায় বিভিন্ন পাপ কাজ করে । পরবর্তী সময়ে সে তার পাপের শাস্তি কিভাবে পায় , এটাই দেখানো হয় প্রতিটা পর্বে ।

ইউটিউবে ২ পর্বে প্রচারিত Mulut Busuk Jasad Pemandi Jenazah Tukang Ghibah দেখে বোঝা গেল, এটি Jumi Binti Arsat নামের এক মহিলার কাহিনী। তিনি জীবদ্দশায় বিভিন্ন মৃতদেহকে ইসলামী রীতিতে শেষবারের মত গোসল করিয়ে কাফন পরিয়ে মৃতদেহ প্রস্তুত করত। তবে এই সময়ে মৃতদেহের শরীর থেকে ঘড়ি, আংটি ,অলংকার বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করত। পরবর্তী সময়ে সে চুরি করতে গিয়ে ধরা পড়ে ও অপদস্থ হয়। পরবর্তীতে এক দুর্ঘটনায় সে আহত হয় এবং বিরল এক রোগে শরীরের মাংসে পচন ধরে। মৃত্যুর পরে তার মৃতদেহ কবর দিতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। যাত্রাপথে মৃতদেহ পানিতে পড়ে যাওয়ার ঘটনা তারই একটি।

অর্থাৎ, এটা পরিষ্কার যে মানুষকে ধর্মীয় বিষয়ে শিক্ষাদানের জন্য একটি কাল্পনিক কাহিনীকে টিভি নাটকে রূপান্তর করা হয়েছে। মৃতদেহ পানিতে পড়ে যাওয়ার ঘটনা এই টিভি নাটকেরই অংশ । পুরো দৃশ্যটাই এখানে সাজানো ছিল, অলৌকিক কোনো ঘটনা এখানে ঘটে নি।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই ভাইরাল পোস্টকে ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করছে।

অন্যান্য ফ্যাক্টচেকারদের বিশ্লেষণ

ইন্দোনেশিয়ার এই গুজবটিকে ফ্যাক্ট চেক করেছে ইন্দোনেশিয়ার স্থানীয় কিছু সংবাদমাধ্যম, যাদের মধ্যে  Solopos এবং    ranchapost অন্যতম।

Solopos এর প্রতিবেদনে জানানো হয়েছে, এই নাটকের শুটিং হয়েছিল ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার Pondok Rajeg area, Cibinong, Bogor এলাকায়।


Ranchapost জানাচ্ছে, ভাইরাল ভিডিওটি সত্য নয়, কেবলমাত্র শুটিং এর অংশ — এটা জানতে পেরে ফেসবুক ব্যবহারকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তাদের অনুভূতির কথা প্রকাশ করছেন ফেসবুকে।

প্রসঙ্গত উল্লেখ্য ,অতীতেও বিভিন্ন সময়ে দেশ বিদেশের বিভিন্ন নাটক/সিনেমার দৃশ্যকে বাস্তব ঘটনা ভেবে ফেসবুকে গুজব ছড়িয়েছিল। যেমন –

“ইউক্রেনের সেনা কর্তৃক বসনিয়ার মুসলমান হত্যা” শিরোনামে ভাইরাল ভিডিওটি চলচ্চিত্রের অংশ

 পিস্তল উঁচিয়ে চাচাকে জন্মদিনের শুভেচ্ছা: মূলত একটি শর্টফিল্ম থেকে নেয়া

চলচ্চিত্রের কাহিনীকে বাস্তব ঘটনা বলে প্রচার

এছাড়া আরো পড়তে পারেন-

সিরাজগঞ্জে টিকটক বানানোর জন্য কবরে আগুন জ্বালিয়ে অলৌকিক ঘটনা বলে প্রচার

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply