ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালে আইরিশ ফুটবল দল উল্টোদিকে ঘুরে দাঁড়িয়েছিল?

Published on: March 4, 2024

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, “আইরিশ জাতীয় নারী দলের [ফুটবল] খেলোয়াড়রা ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালীন [সময়] মাঠে উল্টোদিকে ঘুরে দাঁড়িয়ে হিব্রু মিডিয়ায় সমালোচনার জন্ম দিয়েছেন।” মূলত গাজায় ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক চলমান সহিংসতা বন্ধে আয়ারল্যান্ডসহ বেশকিছু ইউরোপীয় দেশ যুদ্ধবিরতির দাবি তুলেছিল। যার ফলে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির কমেন্ট সেকশনে অনেক ব্যবহারকারীকে আয়ারল্যান্ডের নারী ফুটবলারদের কর্তৃক ইসরায়েলের জাতীয় সঙ্গীত শুনে উল্টোদিকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারটিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদস্বরূপ ভেবে নিয়ে বাহবা দিতে দেখা গেছে। তবে ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে যে, আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের খেলোয়াড়রা ইসরায়েলের জাতীয় সঙ্গীত শুনে মাঠে উল্টোদিকে ঘুরে দাঁড়াননি। বরং তারা আয়ারল্যান্ডের জাতীয় সঙ্গীত চলাকালে প্রথা অনুযায়ী দেশটির পতাকার দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন। আইরিশ মিরর (Irish Mirror) মারফত পাওয়া ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (FAI) এর একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিটিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে। 

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

আয়ারল্যান্ডের নারী ফুটবল দলের খেলোয়াড়রা ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালে মাঠে উল্টোদিকে ঘুরে দাঁড়িয়েছিলেন কিনা সেটি যাচাই করতে আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে গুগলে অনুসন্ধান করি। মূলত ইসরায়েল এবং আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের মধ্যকার একটি খেলা শুরু হওয়ার পূর্বে আইরিশ ফুটবলাররা ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালে উল্টোদিকে ঘুরে দাঁড়িয়েছিলেন বলে অভিযোগ করেন ইসরায়লের বেশকিছু সাংবাদিক। তবে এই অভিযোগকে প্রত্যাখ্যান করে দিয়ে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড একটি বিবৃতি প্রকাশ করেছে, যা আমরা আয়ারল্যান্ড-ভিত্তিক সংবাদমাধ্যম আইরিশ মিরর মারফত পেয়েছি। বিবৃতিতে বলা হয়েছে, উভয় দলই ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে একদিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন। পরবর্তীতে আয়ারল্যান্ডের জাতীয় সঙ্গীত শুরু হলে আইরিশ ফুটবলাররা তাদের প্রথা অনুযায়ী দেশের পতাকার দিকে মুখ করে ঘুরে দাঁড়ান। তাছাড়া, এলাদ সিমচায়োফ (Elad Simchayoff) নামক একজন ইসরায়েলি সাংবাদিক দি আইরিশ টাইমস কে জানিয়েছেন, আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড়রা ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালে উল্টোদিকে ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে বলে যে অভিযোগটি তিনি করেছিলেন সেটি সঠিক নয় এবং ইসরায়েলের ফুটবল অ্যাসোসিয়েশনও বিষয়টি নিশ্চিত করেছে। 

আমাদের অনুসন্ধানে যুক্তরাজ্য-ভিত্তিক ফ্যাক্ট-চেকিং সংস্থা ফুলফ্যাক্ট এর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে। উক্ত প্রতিবেদনে অ্যাডাম আলবিল্যা (Adam Albilya) নামক একজন ইসরায়েলি সাংবাদিকের এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিও ব্যবহার করা হয়েছে। ঐ ভিডিওটিতে দেখা যাচ্ছে, নীল জার্সি পরিহিত ইসরায়েলের নারী ফুটবলাররা যখন তাদের জাতীয় সঙ্গীত চলাকালে প্রত্যেকের কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিলেন তখন ডানপাশে দৃশ্যমান সবুজ জার্সি পরিহিত আইরিশ নারী ফুটবলাররাও একদিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন। ইসরায়েলের জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর উভয় দলই করতালির মাধ্যমে সম্মান প্রদর্শন করেন। পরবর্তীতে আয়ারল্যান্ডের জাতীয় সঙ্গীত শুরু হলে আইরিশ ফুটবলাররা উল্টোদিকে মুখ করে দাঁড়িয়ে যান। আইরিশ ফুটবলারদের কর্তৃক উল্টোদিকে ঘুরে দাঁড়ানোর কারণ আমরা পূ্র্বেই ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের একটি বিবৃতির মারফত জানিয়েছি। অ্যাডাম আলবিল্যা তাঁর এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে ভুল স্বীকার করে লিখেছেন যে, তিনি আইরিশ ফুটবলারদের উল্টোদিকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারটি নিয়ে যে অভিযোগ করেছিলেন সেটি এখন প্রত্যাখ্যান করছেন এবং এই অভিযোগের বিপরীতে আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন যে বিবৃতিটি দিয়েছে সেটি মেনে নিয়েছেন। 

আজকের পত্রিকা এবং বুম বাংলাদেশ ইতিমধ্যে আলোচিত দাবিটি যাচাই করে দেখেছে এবং উপযুক্ত তথ্যপ্রমাণাদির ভিত্তিতে জানিয়েছে যে, ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালে আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের খেলোয়াড়দের মাঠে উল্টোদিকে ঘুরে দাঁড়ানোর দাবিটি সঠিক নয়।

উল্লেখ্য, এর আগে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষিতে ইউরোপিয়ান পার্লামেন্টের আইরিশ সদস্য মাইক ওয়ালেস (Mick Wallace) ফিলিস্তিন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং আন্দালুকে জানান ইসরায়েল কেবল যুক্তরাষ্ট্রের সমর্থনই পায়নি। বরং তারা ইউরোপীয় ইউনিয়নের সমর্থনও পেয়েছে। 

অতএব, উপরের আলোচনা থেকে বুঝা যাচ্ছে যে, আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের খেলোয়াড়রা ইসরায়েলের জাতীয় সঙ্গীত শুনে উল্টোদিকে ঘুরে দাঁড়াননি। বরং ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালে আইরিশ ফুটবলাররা একদিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন। অন্যদিকে, বেশকিছু ইসরায়েলি সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে, আয়ারল্যান্ডের নারী ফুটবলাররা তাদের জাতীয় সঙ্গীত চলাকালে প্রথা অনুযায়ী দেশের পতাকার দিকে মুখ করে দাঁড়াতে উল্টোদিকে ঘুরে দাঁড়িয়েছিলেন। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh