মিজানুর রহমান আজহারী বিএনপি নেতা ইশরাকের গ্রেপ্তার নিয়ে কিছু বলেন নি

Published on: April 13, 2022

সম্প্রতি “বিএনপি নেতা ইশরাক এর গ্রেপ্তার নিয়ে এ কি বললেন মিজানুর রহমান আযহারী”। ক্যাপশনে একটি ভিডিও ভাইরাল হয়। অনুসন্ধানে দেখা যায় ক্যাপশনটি সঠিক নয়। ৩২ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি একাধিকবার শুনে পাওয়া যায় মিজানুর রহমান আজহারী ফেসবুকে লাইভে এসে করোনাকালীন সময়ে করোনা ভাইরাসের উপরে সম্পূর্ণ বক্তব্যটি দিয়েছিলেন। ২০২০ সালের সেই ভিডিও মিথ্যা ক্যাপশনে নতুন করে পোস্ট করার কারণে ফ্যাক্টওয়াচ পোস্টগুলোকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

ফেসবুকে শেয়ারকৃত ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে,  এবং এখানে,

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভিডিওটির বিস্তারিত অংশে গিয়ে দেখা যায় মিজানুর রহমান আজহারী পুরো ভিডিটিতে করোনাভাইরাস নিয়ে কথা বলেছেন। তিনি তার বক্তব্যে কোথাও বিএনপি নেতা ইশরাকের নাম উল্লেখ করেননি।

বিভিন্ন কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ ২১ মার্চ ২০২০ তারিখে Emotional Creativity নামক ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত মিজানুর রহমান আজহারীর একটি ভিডিও ফ্যাক্টওয়াচ টিম খুঁজে  পেয়েছে । ভিডিওটি দেখুন এখানে

“বিএনপি নেতা ইশরাক এর গ্রেপ্তার নিয়ে এ কি বললেন মিজানুর রহমান আযহারী” ক্যাপশনে ব্যবহৃত ভিডিওটি ও দুই বছর আগে ইউটিউবে প্রকাশিত ভিডিওটির বক্তব্য সম্পূর্ণ এক। আরও অনুসন্ধান করে দেখা গেছে, ৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে “চিত্র নায়ক রিয়াজের শ্বশুর এর মৃ*ত্যু নিয়ে এ কি বললেন মিজানুর রহমান আযহারী” ক্যাপশনে Mizanur Rahman Azhari Lovers  নামের   একটি ফেসবুক পেজ থেকে একই ভিডিওটি প্রকাশিত হয়েছিল। ভিডিওটি দেখুন এখানে

 

অতএব প্রায় দুই বছর আগে করোনাভাইরাসের নিয়ে মিজানুর রহমান আজহারীর করা লাইভ ভিডিওটিকে অতীতে এবং বর্তমানে মিথ্যা ক্যাপশনে বিভিন্ন ফেসবুক পেজ থেকে পোস্ট করা হচ্ছে।

সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এমন ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply