বিএনপির পুরনো শোভাযাত্রাকে ইশরাকের মুক্তির মিছিল দাবি

Published on: April 10, 2022

সম্প্রতি ফেসবুকে “এবার ইশরাকের মুক্তি দাবিতে রাজপথে মির্জা ফখরুল আলমগীর” ক্যাপশনে ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটি বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি’র একটি শোভাযাত্রার যা অনুষ্ঠিত হয়েছিল ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে। পুরনো ভিডিও ভিন্ন প্রেক্ষাপটে প্রচার করায় সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।

উক্ত ক্যাপশনে সম্প্রতি ফেসবুকে শেয়ার হওয়া কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

“এবার ইশরাকের মুক্তি দাবিতে রাজপথে মির্জা ফখরুল আলমগীর” ক্যাপশনে ১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটির ১ মিনিট ০৮ সেকেন্ডে র‍্যালি থেকে “খালেদা জিয়ার মুক্তি চায়” বলে স্লোগান শোনা যায়। এর ভিত্তিতে বিভিন্ন কী-ওয়ার্ড দিয়ে ফেসবুক এবং ইউটিউবে অনুসন্ধান করে ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে প্রাকশিত দুটি ভিডিও খুঁজে পেয়েছে ফ্যাক্টওয়াচ টিম যার সাথে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটির সামঞ্জস্য রয়েছে। ভিডিও দুটি দেখুন এখানে এবং এখানে।


 

উক্ত ভিডিও দুটির মধ্যে ইউটিউবের ভিডিওটি যমুনা টিভির একটি প্রতিবেদন। প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি ছিল বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি’র একটি র‍্যালি যা রাজধানীর নয়াপল্টন থেকে শান্তিনগর এবং ফকিরাপুল হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয় এই শোভাযাত্রা। শোভাযাত্রায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আরও ছিলেন বর্ণাঢ্য এই বিজয় মিছিলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ  হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রমুখ যাদের ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী উক্ত নেতাদের বেশভূষার সাথে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটির মিল রয়েছে।

গতবছরের সেই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশ প্রতিদিন এবং যুগান্তরের দুটি সংবাদ দেখুন এখানে এবং এখানে।


উল্লেখ্য যে, ৬ এপ্রিল ২০২২ তারিখ বেলা সাড়ে ১১টায় মতিঝিলের শাপলা চত্বরের কাছ থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে লিফলেট বিতরণের সময় ঢাকা মহানগর বিএনপির সদস্য ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইশরাকের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সেদিনই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাকের মুক্তির দাবি করেন। তবে সম্প্রতি ভাইরাল ভিডিওটি সেই মুক্তির দাবির নয়।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply