ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পুরনো ভিডিওকে হেফাজতের বলে প্রচার

Published on: March 7, 2022

সম্প্রতি “কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে হেফাজত” শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত ২৭ মার্চ ২০২১ তারিখে  “৫০তম স্বাধীনতা দিবসে বিক্ষোভরত জনতার উপর হামলা ও নির্বিচারে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদ” শীর্ষক ব্যানারে “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নামে একটি দলের বিক্ষোভ মিছিলের। অর্থ্যাৎ, ভিডিওটি হেফাজত ইসলামের কোনো মিছিলের ভিডিও নয় এবং এটি কোনো “কারাবন্দী আলেমদের” মুক্তির দাবির মিছিলও নয়। তাই ফ্যাক্টওয়াচ এমন বিভ্রান্তিকর শিরোনামে প্রকাশিত ভিডিওটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

এমন কিছু ভিডিও দেখুনএখানে, এখানে, এখানে, এখানে, এখানে,এখানে, এখানে এবং এখানে

 

৭ মিনিট ৩৭ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওটি “Elias Hossain” নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৪ মার্চ ২০২১ তারিখে প্রকাশিত হয়। সেখানে “আমার ভাই শহীদ কেন, জবাব চাই” কিংবা “পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না” এমন কিছু স্লোগান শুনতে পাওয়া যায়। এছাড়াও হরতালের দাবিতে “ইসলামী আন্দোলন জিন্দাবাদ” শীর্ষক একটি স্লোগানও শুনতে পাওয়া যায়। অন্যদিকে মিছিলটিতে থাকা একটি ব্যানারে “৫০তম স্বাধীনতা দিবসে বিক্ষোভরত জনতার উপর হামলা ও নির্বিচারে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল” দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর নাম দেখতে পাওয়া যায়।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

৭ মিনিট ৩৭ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওটি ঠিকমত পর্যবেক্ষণ করলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার একটি ব্যানারদেখতে পাওয়া যায়। এছাড়া সেখানে “ইসলামী আন্দোলন বাংলাদেশ, জিন্দাবাদ” শীর্ষক স্লোগানও শুনতে পাওয়া যায়।এই পর্যবেক্ষণটির মাধ্যমেই পরিষ্কার বুঝা যাচ্ছে এটি হেফাজত ইসলামের কোনো মিছিল নয় বরং ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিক্ষোভ মিছিল।

এছাড়াও প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ডের মাধ্যমে গুগলে অনুসন্ধান করা হলে, ফ্যাক্টওয়াচ প্রকাশিত গত ০১ নভেম্বর ২০২১ তারিখের একটি ফ্যাক্টচেকিং প্রতিবেদন সামনে আসে। একই ভিডিওকে তখন ত্রিপুরায় মুসলমানদের উপর নির্যাতন সম্পর্কিত একটি দাবিতে প্রচার করা হয়। উক্ত প্রতিবেদন থেকে গত ২৭ মার্চ ২০২১ তারিখে প্রকাশিত একটি ফেসবুক এবং ইউটিউব পোস্ট দেখতে পাওয়া যায়, যেখানে বর্তমানে ভাইরাল এই ভিডিওটিও দেখা যায়।


এর মাধ্যমে এই বিষয়টিও পরিষ্কার যে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং প্রায় এক বছর পুরনো।

একই প্রতিবেদন থেকে দৈনিক ইনকিলাব এর ২৮ মার্চ ২০২১ তারিখে “মোদিকে খুশি করতেই নিরীহ মানুষ হত্যা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এই মিছিলটি বের হয় এবং সেই মিছিলের দাবি ছিলো, ৫০তম স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদের একটি মিছিলে “হামলা ও নির্বিচারে গুলির” প্রতিবাদ।

অর্থাৎ, এই বিষয়টিও পরিষ্কার যে উক্ত মিছিলটি  আলেমদের মুক্তির দাবিতে নয় বরং সম্পূর্ণ ভিন্ন একটি প্রসঙ্গের।

সুতরাং, বুঝাই যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন দাবিতে এক বছর আগে প্রকাশিত একটি ভিডিওকে ভুল শিরোনামে সম্প্রতি প্রকাশ করা হচ্ছে। তাই এমন শিরোনাম সংবলিত ফেসবুক পোস্টগুলোকে সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply