ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের সেতুকে বাংলাদেশের বলে প্রচার

Published on: March 2, 2023

সম্প্রতি ফেসবুকে একটি সেতুর পিয়ার (pier)এ ফাটল ধরার ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল ছবির ক্যাপশনে সেতুটিকে বাংলাদেশের বলে দাবি করা হচ্ছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে এটি জাপানের জোয়েতসু শিনকানসেন ওয়ানাজু সেতু, যা ২০০৪ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিলো। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকেমিথ্যাহিসেবে চিহ্নিত করছে। 

গুজবের উৎস

ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বিএনপি সাইবার উইং নামক একটি ফেসবুক পেজ ফাটল ধরা সেতুর একটি পিলারের ছবি আপলোড করা হয়।আপলোড করা ছবির ক্যাপশনে লেখা হয় “হাসু বুবুর স্মার্ট বাংলাদেশ সাড়ে হাজার”। এরপর থেকেই পোস্টটি ফেসবুকে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

 রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে  Earthquake Engineering Research Institute (EERI) নামক সংস্থার একটি গবেষণাপত্রের পিডিএফ পাওয়া যায়। জাপানের চুয়েতসু (Chuetsu) অঞ্চলে ২০০৪ সালের ২৩ অক্টোবর হয়ে যাওয়া ৬.৬ মাত্রার ভূমিকম্প ও তার প্রভাব নিয়ে গবেষণাটি করা হয়েছে। সেই গবেষণায় সন্নিবেশিত হোয়া ভূমিকম্পের ধ্বংসস্তূপের নানান ছবির মধ্যে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিও পাওয়া যায়। সেখান থেকে জানা যাচ্ছে, এটা জাপানের জোয়েতসু শিনকানসেন ওয়ানাজু সেতু (Joetsu Shinkansen Wanazu Bridge)। ভূমিকম্পের প্রভাবে সেতুটির পিয়ারে ফাটল ধরেছিল।

Earthquake Engineering Research Institute (EERI) এর আরেকটি প্রতিবেদনে চুয়েতসু অঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হওয়া বিভিন্ন স্থাপনার ছবি দেওয়া হয়। সেই পিডিএফেও জোয়েতসু শিনকানসেন ওয়ানাজু সেতুর ক্ষতিগ্রস্থ হবার অনেকগুলো ছবি পাওয়া যাচ্ছে। সেখানে পুরো সেতুর ছবিও দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিসৌরি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Missouri University of Science and Technology) Missouri S&T ৮ই আগস্ট,২০০৮ সালে “জাপানে সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্প, ২০০৩-২০০৮” শিরোনামে গবেষণা প্রকাশ করে। সেখানেও জোয়েতসু শিনকানসেন ওয়ানাজু সেতুর ক্ষতিগ্রস্থ হবার ছবি পাওয়া যায়। উক্ত গবেষণা থেকে জানা যাচ্ছে কাওয়াগুচি শহরে জোয়েতসু শিনকানসেন রেলওয়ে সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। উনো (Uono) নদীর উপর নির্মিত সেতুটির পিয়ারগুলো ক্ষতিগ্রস্থ হয়েছিল। সেতুর ঠিক দক্ষিণে একটি ভায়াডাক্ট অংশের বেশ কয়েকটি কলামে ফাটল ধরেছিল। কাওয়াগুচিতে অনেক জায়গায় রেল আটকানো হয়েছিল, এবং জেআর আইয়ামা লাইনের বেশ কয়েকটি প্লেইন কংক্রিটের পিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সেতুর কাঠামো অক্ষত আছে।

জোয়েতসু শিনকানসেন ওয়ানাজু সেতুর পিয়ারের ক্ষতিগ্রস্থ হবার তথ্যটি New Zealand Society for Earthquake Engineering (NZSEE) সংস্থার প্রকাশিত গবেষণায়ও এসেছে।

অতএব ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ফেসবুকে ভাইরাল হওয়া ফাটল ধরা সেতুর পিয়ারের যে ছবিগুলো বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে তা আসলে জাপানের চুয়েতসু অঞ্চলের ২০০৪ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া জোয়েতসু শিনকানসেন ওয়ানাজু সেতুর ছবি। তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh