নওমুসলিম ফারুক খুনের বিচার চান ডাচ নেতা – দাবিটি মিথ্যা

Published on: June 22, 2021

গত ২১ জুন ২০২১ তারিখে “নওমুসলিম ফারুক খুনের বিচার চান ডাচ নেতা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে ‘bd24live.com’ যা পরবর্তীতে অন্যান্য ওয়েব পোর্টালের বরাতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ১৮ জুন ২০২১ পার্বত্য চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত নওমুসলিম ওমর ফারুক হত্যা নিয়ে ডাচ নেতা জোরাম ভান ক্লাভেরেন কোন মন্তব্য করেনি। গত ২০ জুন জোরামের “Joram van Klavere” নামের ভুয়া ফেসবুক পেজটি থেকে নওমুসলিম ফারুক খুনের বিচার চেয়ে একটি পোস্ট করা হলে একাধিক অনলাইন পোর্টাল খবরটি লুফে নেয়। কিন্তু ২০১৯ সালে জোরাম নিজেই তার টুইটার থেকে তার নামে চলা ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোকে ভূয়া হিসেবে আখ্যায়িত করেন। এতে পরিষ্কার যে উক্ত ফেসবুক পেজটি তার নয়। ফলে ফ্যাক্টওয়াচ ভাইরাল শিরোনামে করা সংবাদটিকে গুজব হিসেবে চিহ্নিত করেছে।

‘bd24live.com’ “নওমুসলিম ফারুক খুনের বিচার চান ডাচ নেতা” শীর্ষক ভুয়া সংবাদটি প্রকাশের পর ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে থেকে তা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মনিটরিং প্লাটফর্ম CrowdTangle এর তথ্য অনুযায়ী ফেসবুকে এ ধরণের পোস্টের সংখ্যা ৪২ টি যেগুলোতে ইতোমধ্যে প্রায় ৪০ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে।

ফেসবুকে ভাইরাল পোস্টগুলো দেখুন এখানে এখানে এখানে এখানে এখানে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধান চালিয়ে দেখে সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত নওমুসলিম ওমর ফারুক হত্যা নিয়ে ডাচ নেতা জোরাম ভান ক্লাভেরেন কোন মন্তব্য করেনি। নেদারল্যান্ডের সাবেক সংসদ সদস্য ও নওমুসলিম জোরাম ভ্যান ক্লাভেরেন এর নামে ২০১৯ সালে তৈরিকৃত একটি ভুয়া ফেসবুক পেজ থেকে গত ২০ জুন ফারুক খুনের বিচার চেয়ে একটি পোস্ট করা হয়।

“Joram van Klavere” নামের ভুয়া পেজের পোস্ট

 

তবে ৩০ আগস্ট ২০১৯ তারিখে নওমুসলিম জোরাম তার ব্যক্তিগত টুইটার একাউন্ট থেকে উক্ত পেজটিকে ভুয়া চিহ্নিত করে জানান “আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করি না। আমার নাম এবং ছবি ব্যবহার করা সমস্ত অ্যাকাউন্টগুলো মূলত ভুয়া।” এতে পরিষ্কার বোঝা যায় যে, ফেসবুকে ফারুক খুনের বিচার চেয়ে কোন পোস্ট তিনি করেন নি।

উল্লেখ্য, একসময় ইসলাম ধর্মের প্রবল বিরোধিতা করতেন এই ডাচ সাবেক সংসদ সদস্য। অবশেষে ইসলাম বিরোধী একটি বই লিখতে গিয়ে ২০১৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি

জোরামের টুইটার একাউন্টের স্ক্রিণশট

 

উল্লেখ্য, বান্দরবানের রোয়াংছড়িতে গত শুক্রবার রাত নয়টার দিকে ওমর ফারুক (৫৪) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি সদর ইউনিয়নের তুলাছড়ি আগা পাড়া এলাকায় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে ত্রিপুরা থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়া ওমর ফারুককে। বিস্তারিত জানতে ১৯ জুন ২০২১ তারিখে প্রকাশিত যুগান্তরের প্রতিবেদনটি পড়ুন এখানে।

 

সুতরাং, নেদারল্যান্ডের সাবেক সংসদ সদস্য জোরাম ভ্যান ক্লাভেরেন নওমুসলিম ফারুক খুনের বিচার দাবি করে ফেসবুকে কোন পোস্ট করেন নি। তার নামে ২০১৯ সালে তৈরিকৃত একটি ভুয়া ফেসবুক পেজ থেকে মূলত এ ধরনের একটি দাবি করা হয়। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় একাধিক অনলাইন পোর্টালের বরাতে সামাজিক মাধ্যমে ছড়ানো “নওমুসলিম ফারুক খুনের বিচার চান ডাচ নেতা” শীর্ষক খবরটি মিথ্যা এবং বিভ্রান্তিকর।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

 

 

 

Leave a Reply