Published on: [August 4,2021]
![]() |
বিভ্রান্তির উৎস
২৭শে জুলাই রাত ১০ টার পর থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে এই সংক্রান্ত খবর এবং নিউজ লিংক শেয়ার হতে দেখা যায়। মূলত ৩ টি ওয়েব পোর্টাল – জেনে নিন , এটিএমবিডি২৪ এবং এজেকেবিডি থেকে এই খবরটা ছড়াতে থাকে। তবে পরবর্তীতে ওয়েব পোর্টালের লিংক ছাড়াই ফেসবুক ব্যবহারকারীদের এই খবরটি ছড়াতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে , এখানে , এখানে, এখানে, এখানে , এখানে ।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
মোহাম্মদ আলি আল সাবুনি (Muhammad Ali al-Sabuni) মারা গিয়েছেন গত ১৯শে মার্চ। তুরস্কের ইলাওয়া শহরে ৯১ বছর বয়সে তিনি মারা যান। ১৯৩০ সালে সিরিয়াতে তার জন্ম। ১৩৮৫ হিজরি সালের রমজান মাসে (১৯৬৫ খৃষ্টাব্দ) তিনি মসজিদুল হারাম এ অতিথি ইমাম হিসেবে তারাবির নামাজে ইমামতি করেছিলেন। তার লিখিত সাফওয়াতুত তাফসিরকে কোরআনের অন্যতম শ্রেষ্ঠ তাফসির গ্রন্থ মনে করা হয়।
১৯শে মার্চ তার মৃত্যুর খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছিল। যেমন –এখানে , এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে , এখানে ।
অনুসন্ধানে আরো দেখা গেছে, অনুসন্ধান টিম নামের একটি ফেসবুক পেজ ২৭শে জুলাই রাত ১০ টার একটু পরে বিভিন্ন গ্রুপে এটিএমবিডি২৪ এর সংশ্লিষ্ট খবরের লিংক শেয়ার করতে থাকে।
অনুরুপভাবে , ফেসবুকে ইসলাম প্রচার নামের আরেকটি পেজকে দেখা যায়, ২৮শে জুলাই রাত ১২ টার একটু পর থেকে বিভিন্ন গ্রুপে জেনেনিন ডট কম এর সংশ্লিষ্ট খবরের লিংক শেয়ার করতে।
তুলনামূলকভাবে, এজেকেবিডি-এর খবরের লিংকটা কম ভাইরাল হয়। আজকের নিউজ ফেসবুক পেজ থেকে এই খবরটা শেয়ার করা হয় ২৭শে জুলাই রাত ১১ টা ১৬ মিনিটে।
পরবর্তীতে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা এই খবরটা শেয়ার করতে থাকেন। অনেকে নিউজ লিংক সহ এবং অনেকে নিউজ লিংক ছাড়াই খবরটা ছড়িয়ে দেন। এভাবে ৩ টা ওয়েব পোর্টাল এবং তাদের সাথে সংশ্লিষ্ট ৩ টা ফেসবুক পেজ কয়েক ঘণ্টার ব্যবধানে ফেসবুকে এই খবরটা ভাইরাল করে ফেলে। একটি শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া মনিটরিং সফটওয়ারের ডাটা বিশ্লেষণ করে দেখা গেল, এই খবরটি ৮৫ টা ভিন্ন ভিন্ন জায়গা থেকে ( পেজ/গ্রুপ/প্রোফাইল) থেকে কমপক্ষে ৮৫ বার আপলোড করা হয়েছে । এসব জায়গা থেকে শেয়ার করা হয়েছে আরো কয়েক হাজার বার।
জেনে নিন ডট কমের সংশ্লিষ্ট খবর ক্লিক করে দেখা গেল, বিস্তারিত খবরে বলা হয়েছে, ‘’ কাবা শরিফের সাবেক অতিথি ইমাম শায়খ মুহা’ম্মা’দ আলি আল-সাবুনি (৯১) শুক্রবার (১৯ মা’র্চ) তুরস্কের ইয়েলওয়াতে ইন্তেকাল করেছেন।
অর্থাৎ তারা পুরনো খবরটাই হুবহু কপি করে ২৭শে জুলাই তাদের ওয়েব পোর্টালে পুনরায় প্রকাশ করেছেন। দিন তারিখ (১৯শে মার্চ) তারা বদল করেন নি।
অন্য দুইটা ওয়েব পোর্টালেও একই অবস্থা। কেউই দিন তারিখ বদল করেন নি।
পুরনো এই খবরটা নতুন করে ছড়ানোর ফলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে ফ্যাক্ট ওয়াচ মনে করে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|