Published on: October 10, 2021
![]() |
সম্প্রতি ফেসবুকে বিভিন্ন পেজ এবং একাউন্ট থেকে শেয়ার হওয়া কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে এক পাশে মুফতি কাজী ইব্রাহীমের একটি ছবি যুক্ত করে দেয়া হয়েছে। ভিডিওতে বক্তার সম্মুখে থাকা ব্যানারে “protest against the custodial killing of mushtaq ahmed imprisoned” লেখাটি কিছুটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ফেসবুকে ২৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত একটি ভিডিওতে একই লেখাযুক্ত ব্যানারটি দেখা গিয়েছে যা ছিল লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে অনুষ্ঠিত একটি সমাবেশের। উল্লেখ্য যে, সম্প্রতি ভাইরাল ভিডিওতে বক্তা লেখক মুশতাক আহমেদের কথা উল্লেখ করলেও মুফতি কাজী ইব্রাহীম সম্পর্কে কোনো কথা বলেননি।
ছবি: সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দৃশ্যমান ব্যানার
ছবি: ২৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দৃশ্যমান ব্যানার
পরবর্তীতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশের ভিডিও’র জের ধরে অনুসন্ধান চালায় ফ্যাক্টওয়াচ টিম এবং বক্তার আসল পরিচয় পাওয়া যায়। সম্প্রতি ভাইরাল ভিডিওতে বক্তব্য রাখা ব্যক্তিটির নাম আকরাম হোসেইন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার সাথে মুঠোফোনে যোগাযোগ করে সম্প্রতি “কাজী ইব্রাহিমের ছেলে ভয়ঙ্কর বার্তা | দাবানল জলে উঠলো” ক্যাপশনে ভাইরাল ভিডিওটি সম্পর্কে জানতে চায় ফ্যাক্টওয়াচ টিম। তিনি বলেন, “আমার সাথে ‘কাজী ইব্রাহীমে’র কোনো সম্পর্ক নেই। এর আগেও আমার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে বলা হয়েছে আমি খালেদা জিয়া নাতির ছেলে। আমি সামাজিক ভাবে খুব হেয় প্রতিপন্ন হচ্ছি। হয়তো আমার পলিটিক্যাল ক্যারিয়ারকে কেউ হুমকির মুখে ফেলার চেষ্টা করছে। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আছি।“
২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে কাজী ইব্রাহীমকে আটক করে ডিবির একটি দল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে বিষয়টি স্পষ্ট যে, উক্ত ভাইরাল ভিডিওগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেইন কে “কাজী ইব্রাহীমের ছেলে” বলে প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচ তাই এটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|