Published on: August 1, 2022
![]() |
কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
সেখানে বলা হচ্ছে, “দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিংবদন্তি বিএনপি নেতা খালেদা জিয়া আর নেই। তিনি না ফেরার দেশে চলে গেছেন”। তবে সেখানে বিস্তারিত কোনো তথ্য কিংবা এর সূত্র উল্লখ করা হয়নি।
তথ্যের সত্যতা খুঁজতে অনুসন্ধান করা হলে এর পক্ষে নির্ভরযোগ্য কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। দেশের মূলধারার কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো অফিসিয়াল মাধ্যম থেকেও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
লক্ষ্য করলে দেখা যাচ্ছে, এর আগে একই খবর ৩১ মে, ২০২২ এ প্রকাশিত হয়েছিলো। তখন একই ভাষায় খবরটি প্রকাশিত হয়েছিলো। সেখানেও কোনো ধরনের সূত্র উল্লেখ করা হয়নি৷
কিন্তু এর পর গত ১০ জুলাই দলের জেষ্ঠ্য নেতাদের সাথে সাবেক এই প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বলেন,”তিনি এখন যে অসুস্থতায় আছেন, সেই অবস্থা তাঁর ইমিডিয়েট কোনো বিপদ না থাকলেও তিনি কিন্তু এখনো অসুস্থ আছেন। এখনকার ডাক্তাররা যাঁরা তাঁর চিকিৎসা করছেন, তাঁরা সবাই বারবার করে বলেছেন যে তাঁর উন্নত চিকিৎসা দরকার। সেই চিকিৎসা এখানে নেই। যে কারণে তাঁরা (চিকিৎসকেরা) মনে করেন, ম্যাডামের যদি সত্যিকার অর্থে সম্পূর্ণ রোগমুক্ত করার জন্য চিকিৎসা করা দরকার, তাহলে সেটা অবশ্যই দেশের বাইরে নেয়া প্রয়োজন। আমরা সেই কথা আবারও আপনাদের কাছে তুলে ধরছি”।
শেষখবর পাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসায় রয়েছেন। করোনা ঝুঁকির কারণেই অসুস্থ থাকা সত্বেও তাকে বাসায় রাখা হয়েছে।
অতএব, বিষয়টি পরিষ্কার যে মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজবটি পুরানো। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|