সাকিব বা লিটন কি আইপিএল দল কেকেআর-এর অধিনায়ক হচ্ছেন?

Published on: March 20, 2023

শ্রেয়স আইয়ারের পিঠে ইনজুরির কারণে তার আইপিএলের প্রথম ভাগে কেকেআরের হয়ে খেলতে না পারার সম্ভাবনা রয়েছে। তার স্থানে নতুন অধিনায়ক কে হবেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট ভাইরাল হতে দেখা যাচ্ছে। কিছু পোস্টে দাবি করা হচ্ছে সাকিব আল হাসান অধিনায়ক হবেন আবার কিছু পোস্টে লিটন দাস। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, কেকেআরের পক্ষে থেকে সাকিব বা লিটনকে নিয়ে এমন কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। শ্রেয়স আইয়ার আইপিএলে অংশ নিতে না পারলে তার বিকল্প হিসেবে কাকে নেয়া হবে এ সংক্রান্ত নিশ্চিত কোনো তথ্য দেয়নি কেকেআর। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এখানে এবং এখানে


 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চতুর্থ টেস্টে শ্রেয়সের খেলার কথা থাকলেও পিঠের ইনজুরির কারণে তাকে ম্যাচ থেকে সরে আসতে হয়েছিল। চোটের কারণে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েছেন। গত ১২ মার্চ তিনি তার পিঠে ব্যথার কথা ম্যানেজমেন্টকে জানালে তাকে স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর মেডিক্যাল দল শ্রেয়সের বর্তমান শারীরিক অবস্থার উপর নজর রাখছে।  

শ্রেয়স হলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। কিন্তু ইনজুরির পরে তিনি এখনও তার ফিটনেস রিপোর্ট সম্পর্কে পুরোপুরি অবগত নন। তিনি আবার কবে খেলায় যোগ দিতে পারবেন সে ব্যাপারে জানার জন্য তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সম্প্রতি ক্রিকবাজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেয়াস আইয়ারের ব্যাক স্ক্যানের ফলাফল আশাব্যঞ্জক নয়। তিনি বিশেষজ্ঞ ডঃ অভয় নেনের চিকিৎসা নিচ্ছেন। ডাক্তার তাকে আইপিএলে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার আগে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এর ফলে তার আশু এবং দীর্ঘমেয়াদী শারীরিক অবস্থা কেমন হবে — তার একটি পরিষ্কার চিত্র বোঝা যাবে। অর্থাৎ, শ্রেয়স আইপিএলে অংশ নিচ্ছেন নাকি বাদ পড়ছেন এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। 

আগামী ২৫ মার্চ আইপিএল-এর ১৬ তম আসর শুরু হতে যাচ্ছে। এপ্রিলের শেষ পর্যন্ত শ্রেয়সকে আইপিএল খেলা থেকে বিরত থাকতে হতে পারে বলে আশংকা করা হচ্ছে।  সে ক্ষেত্রে নতুন অধিনায়ক দরকার কেকেআরের। তবে, দলটির পক্ষ থেকে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। শ্রেয়স আইয়ার এখনও দলটির অধিনায়ক পদে বহাল আছেন। 

কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ওয়েবসাইটে অধিনায়ক হিসেবে এখনও শ্রেয়সকে দেখা যাচ্ছে। লিটন দাসকে সেখানে উইকেট কিপার এবং সাকিব আল হাসানকে অলরাউন্ডার হিসেবে দেখা যাচ্ছে।

 

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবের এবং টি- টোয়েন্টি সিরিজে লিটনের কৃতিত্বের প্রশংসা করার জন্য কেকেআরের অফিসিয়াল ইন্সটাগ্রাম আকাউন্ট থেকে দুইজনকে উদ্দেশ্য করেই আলাদা আলাদা পোস্ট করা হয়। কিন্তু সেখানে সুনির্দিষ্ট ভাবে অধিনায়ক সংক্রান্ত কিছু বলেনি কেকেআর। 

তবে, বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, লিটন দাসকে নিয়ে যেই পোস্টটি করা হয়েছিল সেখানে আকাশ দে নামের এক ব্যক্তির কমেন্টের জবাবে কেকেআর লিখেছিল (Our skipper)। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে কমেন্টটি আর খুঁজে পাওয়া যায়নি। কমেন্টটি সম্ভবত সরিয়ে ফেলা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখুন এখানে। 

অন্যদিকে, সাকিব আল হাসান বা লিটন কুমার দাসের পক্ষ থেকেও কেকেআরের অধিনায়ক হওয়া সংক্রান্ত কোনো বিবৃতি দেয়া হয়নি। তাছাড়া, দেশীয় কিংবা আন্তর্যাতিক কোনো সংবাদমাধ্যম থেকেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।  

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী শ্রেয়স আইয়ার যদি আইপিএলে না খেলতে পারেন সেক্ষেত্রে সাকিব এবং লিটন ছাড়াও আরও কয়েকটি নাম সম্ভাব্য অধিনায়ক হিসেবে উঠে এসেছে যেমনঃ আন্দ্রে রাসেল, টিম সাউদি, সুনিল নারায়ন এবং নীতিশ রানা। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে। 

যেহেতু এখনও কেকেয়ারের অধিনায়ক পদে শ্রেয়স আইয়ারকেই দেখা যাচ্ছে এবং দলটির পক্ষ থেকে এখনও নতুন অধিনায়ক সংক্রান্ত কোনো ঘোষণা দেয়া হয়নি, সুতরাং সাকিব বা লিটনের কেকেআরের অধিনায়ক হওয়া সংক্রান্ত দাবিটি ভিত্তিহীন। 

সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh