Published on: February 22, 2022
![]() |
গুজবের উৎস
“RS Voice TV” নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১৭ই ফেব্রুয়ারি এই ভিডিওটি আপলোড করা হয়। পরবর্তী কয়েক দিনে ফেসবুকের বিভিন্ন পেজ এবং প্রোফাইল থেকে প্রকাশিত উক্ত ভিডিওটি কপি করে আপলোড করা হয়। ভিডিওগুলো দেখুন এখানে,এখানে এখানে,এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
উক্ত খবরটির প্রথম অংশে বলা হয়েছে “ যে বক্তব্যের কারণে গ্রেফতার হলেন কাবা শরিফের ইমাম ও খতিব শায়েখ সালেহ আল তালিব হাফিজুল্লাহ। শাইখ সালেহ তাঁর প্রদত্ত বয়ানে প্রচন্ডরকমভাবে, অশ্লীলতা ও ইসলামী শরীয়তে নিষিদ্ধ বস্তুগুলো থেকে বিরত থাকা ওয়াজিব বলেন, এবং যারা বেহায়াপনার প্রচার করছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করার আদেশ করেন, যদিও তিনি তাঁর সব গুলো কথা অজ্ঞাত ব্যক্তিকে উদ্দেশ্যে করে বলেন কিন্তু যাদের বুঝার তারা বুঝে নিয়েছেন তিনি এই কথা গুলো কাকে সম্বোধন করে বলেছেন!”
অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই খবরটি সত্য । তবে এটা মোটেও এই বছরের ১৭ই ফেব্রুয়ারির আশেপাশে ঘটা কোন ঘটনা না। কিন্তু ভিডিওতে “এইমাত্র পাওয়া” খবর বলে দাবি করা হচ্ছে। আল-জাজিরা, উইকিপিডিয়া সহ নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা যাচ্ছে এই ঘটনা ২০১৮ সালে ঘটছে। “Together For Justice” নামক একটা ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে ২০১৮ সালের ১৯ আগস্ট “অ্যাডভোকেসি গ্রুপ প্রিজনার্স অব কনসায়েন্স” নামক টুইটার একাউন্ট থেকে তার গ্রেফতার হবার বিষয়টি নিশ্চিত করে।
তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুরনো খবর নতুন করে ভাইরাল হওয়ায় ফ্যাক্টওয়াচ এই খবরটিকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|