শ্রমিক বিদ্রোহের ভিডিওকে ইউক্রেনে রাশিয়ান সেনাবহর বলে প্রচার

Published on: March 11, 2022

“বিশাল সেনাবহর ও সাঁজোয়া যানের বহর নিয়ে ইউক্রেনের বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে ঢুকছে রুশ বাহিনী..” শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে এটি প্রকৃতপক্ষে রাশিয়ার অন্য একটি ঘটনায় শ্রমিক বিদ্রোহের ভিডিও।

গুজবের উৎস

গত ৮ই মার্চ Daily.Com নামক ফেসবুক পেজ থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়। ৫ মিনিট ৪৮ সেকেন্ডের এই ভিডিওটিতে ৪৩১ রিয়াক্ট,২০ কমেন্ট ,৫৫ শেয়ার হয় এবং ৩ হাজারের মতো ভিডিওটিতে ভিউ হয়। একই ভিডিও পরবর্তীতে আরো কয়েক জায়গায় ছড়িয়ে পড়তে দেখা যায়। যেমন দেখুন এখানে , এখানে , এখানে  ।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে দেখা যায় একই ধরনের অনেকগুলো ভিডিও গুগলে রয়েছে। টুইটারে ভেরিফাইড একাউন্ট এক্সপ্রেসোতে ইউক্রেনিয়ান ভাষায় পোস্ট করে বলা হচ্ছে এটা রাশিয়ার Nizhnekamsk শহরের হেমন্ট প্লান্টের একটি শ্রমিকদের ধর্মঘটের ভিডিও। শ্রমিকদের বেতন সংক্রান্ত ঝামেলার কারণে এই ধর্মঘটের সূচনা। গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা এই তথ্যটি উদ্ধার করি।

 

রাশিয়ান একটা গণমাধ্যম থেকেও একই নিউজ পাওয়া যায়। সেখানেও শ্রমিকদের ধর্মঘটের ঘটনা বলা হয়েছে। ফ্যাক্টওয়াচের সদস্যরা নিউজটি রূশ থেকে গুগল ট্রান্সলেটরের সাহায্যে ইংরেজিতে ভাষান্তর করে এ ব্যাপারে নিশ্চিত হয়।

ইন্টারনেটে বেশ কিছু সাইট থেকেও একই দাবি করা হয়। সেগুলো দেখুন এখানে, এখানে, ,এখানে .

এছাড়া Radio Free Europe Radio Liberary -এর ৫ই মার্চ এর খবরেও শ্রমিকদের প্রতিবাদের সংবাদ করা হয়েছে। সংবাদটি থেকে আরও জানা যায় প্রশাসন শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় তারা প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেছে।

ফলে এই ভিডিওটি রুশ বাহিনি ইউক্রেনে প্রবেশ করছে — এমন কোন ঘটনার নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

শ্রমিকদের প্রতিবাদের ভিডিও রূশ বাহিনির বলে প্রচার করায় ফ্যাক্ট ওয়াচ ভিডিওটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply