সতীর্থদের স্বর্ণের আইফোন উপহার দিয়েছেন মেসি?

Published on: March 16, 2023

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি পোস্টে বলা হয়েছে, বিশ্বকাপজয়ী সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া ৩৫টি আইফোন উপহার দিয়েছেন লিওনেল মেসি। দ্রুততম সময়ের মধ্যে এই পোস্টটি ভাইরাল হলে, আর্জেন্টাইন গণমাধ্যমের কাছে লিওনেল মেসির নিজস্ব যোগাযোগ বিভাগ জানিয়েছে এমন দাবির কোনো সত্যতা নেই।

এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

এমন দাবির বিষয়ে বিস্তারিত তথ্য  জানতে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক প্রথম আলো থেকে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে শিরোনাম হিসেবে ব্যবহার করা হয়েছে, মেসির সতীর্থদের আইফোন দেওয়ার বিষয়টি তাহলে সত্যি নয়?

বিস্তারিত অংশে বলা হয়েছে, “আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে খবর দিয়েছে, এটা মেসির ঘনিষ্ঠ এক ব্যবসায়ী বেঞ্জামিন লিওনের নিজের প্রচার করে নেওয়ার একটা চালাকি!”

মূল খবর জানতে বিভিন্ন কি-ওয়ার্ড  ধরে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে থেকে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনামে বলা হয়েছে,  ‘Messi y el backstage de dos historias virales: Macri y las fundas'(মেসি এবং দুটি ভাইরাল গল্পের নেপথ্যের মঞ্চ: ম্যাক্রি এবং কভার)  প্রতিবেদনের বিস্তারিত অংশে বলা হয়েছে, “খেলোয়াড়দের সাথে দীর্ঘকাল ধরে পরিচিত  ব্যবসায়ী বেঞ্জামিন লিয়ন্স লিওনেল মেসির সাথে একটি ছবি পোস্ট করেন এবং তাতে তিনি ভাইরাল হয়ে যান। সেখানে তিনি এমন বার্তা দেন যে, মেসি তার সতীর্থদের আইফোন-জাতীয় একটি উপহার দেয়ার অনুরোধ করেছেন।

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ল্যাটিনকেন্দ্রিক পত্রিকা মিতু’র একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনামে বলা হয়েছে, No, Messi Didn’t Gift Golden Phones to His Teammates. Here’s What That’s All About.

অর্থাৎ, দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে  এ বিষয়টি পরিস্কার যে লিওনেল মেসি  সতীর্থদেরকে সোনার প্রলেপ দেয়া আইফোন উপহার দেয়ার কোনো ঘোষণা দেননি। বরং এটি বেঞ্জামিন লিয়ন্স নামক এক ব্যবসায়ীর প্রচারণা, যেটি মেসির নিজস্ব যোগাযোগ বিভাগ অস্বীকার করেছে।

সুতরাং, মেসি সতীর্থদেরকে স্বর্ণের আইফোন উপহার দেওয়ার দাবিগুলোকে “বিভ্রান্তিকর”  হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh