সুদ ছাড়া লোন দেবে ব্যাংক? 

Published on: May 23, 2022

সম্প্রতি “সুখবরঃ চিন্তার দিন শেষ এবার থেকে সুদ ছাড়া লোন দিবে ব্যাংক!” শিরোনামে একটি সংবাদ ফেসবুকে ভাইরাল হয়েছে। অনলাইন পোর্টাল থেকে প্রকাশিত সংবাদটির বিস্তারিত অংশে গিয়ে দেখা যায়, ব্যবহৃত শিরোনামটির সাথে মূল সংবাদের কোনো মিল নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদগুলোকে “বিভ্রান্তিকর” চিহ্নিত করছে।

ফেসবুকে শেয়ারকৃত এমন কিছু পোস্ট দেখুন,

এখানে, এখানে, এখানে, এবং এখানে

বিভ্রান্তিকর কিছু মন্তব্যের স্ক্রিনশট দেখুন নিচে,


আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: ভাইরাল সংবাদটির প্রথম দুটি লাইনে বলা হয়েছে,“জমি বিক্রি নয় বা এনজিও থেকে উচ্চ সুদে ঋণও নয়। এমনকি আত্মীয়স্বজনের কাছ থেকেও ঋণ নেওয়ার দরকার নেই। কাজের জন্য বিদেশে যেতে আপনাকে ঋণ দেওয়ার জন্য বসে আছে ব্যাংক”।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চ করে দেখা যায়, বিদেশে যাওয়ার জন্য বেকার লোকদের ঋণ দিতে ২০১১ সালে বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক গঠন করে। মূলত যে সকল লোক বিদেশ যেতে আগ্রহী তবে আর্থিকভাবে স্বচ্ছল নয়, শর্তসাপেক্ষে তাদেরকে ঋণ প্রদান করে ব্যাংকটি। ব্যাংকটির ওয়েবসাইট থেকে নেয়া একটি প্রজ্ঞাপনের স্ক্রিনশট দেখুন নিচে।

প্রজ্ঞাপনটিতে উল্লেখ আছে, উক্ত ঋণ দেয়া হচ্ছে ৯% সরল সুদে।

জুন ১১, ২০১৭ তারিখে প্রথম আলো থেকে প্রকাশিত প্রবাসী কল্যাণ ঋণ সংক্রান্ত অন্য একটি  প্রতিবেদন দেখুন, এখানে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘‘ঋণের পরিমাণ ১ থেকে ২ লাখ টাকা ঋণের মেয়াদ সাধারণত ২ বছর গ্রেস পিরিয়ড রয়েছে আরও দুই মাস সব মিলিয়ে ঋণ দেওয়া হচ্ছে ২৬ মাসের জন্য এবং সুদের হার ৯ শতাংশ’’

 সুতরাং বর্তমানে যে সংবাদটি ফেসবুকে ভাইরাল হয়েছে এটি ২০১৭ সালের, এবং এটিতে ব্যবহৃত শিরোনামটি ভিত্তিহীন। যে কারণে পুরনো সংবাদ মিথ্যা শিরোনামে নতুন করে প্রচার করার কারণে ফ্যাক্টওয়াচ সংবাদগুলোকে “বিভ্রান্তিকর” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply