Published on: July 10, 2021
![]() |
সম্প্রতি উক্ত ভূয়া শিরোনামে প্রকাশিত খবরটি ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
“ঈদের আগেই খুলে দিচ্ছে সব ধরনের গণপরিবহন! বিস্তারিত ভিতরে” শিরোনামে এই খবরটি শেয়ার হয়েছে ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
ভূয়া শিরোনামে প্রকাশিত খবরটির বিস্তারিত অংশ অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ দেখতে পায়, খবরটি হুবহু কপি করা হয়েছে গত ৮ জুলাই ২০২১ তারিখে “ঈদে গণপরিবহন চালু রাখার পরামর্শ ব্যবসায়ী ও পুলিশের” শিরোনামে প্রকাশিত বাংলা ট্রিবিউনের একটি খবর থেকে। উক্ত খবরে বলা হয়েছে, “এবারের ঈদুল আজহায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ যাতে সুষ্ঠুভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালু রাখার দাবি জানিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা।“
জুনের শেষ সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, “করোনার কারণে গত ঈদ-উল-ফিতরের সময় তিন দিন ছুটি দেওয়া হয়েছিল। যাতে ঢাকা থেকে মানুষ গ্রামমুখী না হয়। সেজন্য সড়ক ও মহাসড়কে বাধা দেওয়া হলেও ঈদের ছুটিতে মানুষের যাতায়াত বন্ধ করা সম্ভব হয়নি। ঈদের ছুটিতে মানুষের মধ্যে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। তাই মানুষের নিরাপদে যাতায়াতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।“
যেহেতু (১) উক্ত ভূয়া শিরোনামযুক্ত খবরগুলোতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঈদে গণপরিবহন চালু বিষয়ক কোনো উদ্ধৃতি পাওয়া যায়নি এবং (২) সরকার থেকে ঈদের আগে গণপরিবহন চালু করা নিয়ে কোনো বিবৃতি এখন পর্যন্ত আসে নি, তাই ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী শিরোনামের দাবিটি মিথ্যা।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|