“৫ আগস্টের পর লকডাউন বাড়ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী”- মিথ্যা খবর

Published on: August 1, 2021

২৮ জুলাই ২০২১ তারিখে “৫ আগস্টের পর লকডাউন আর বাড়ানো হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী” শীর্ষক একটি খবর ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করা হয়েছে। এটি মূলত একটি মিথ্যা খবর। বাস্তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমন কিছু বলেননি। ২৮ জুলাই ২০২১ (বুধবার) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২৭ জুলাই ২০২১ (মঙ্গলবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন “৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন চলবে।“

“৫ আগস্টের পর লকডাউন আর বাড়ানো হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী” শীর্ষক মিথ্যা খবরটি ফেসবুকে বেশ কিছু পেজ এবং গ্রুপে শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।



২৭ জুলাই ২০২১ (মঙ্গলবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধি-নিষেধের কার্যক্রম পর্যালোচনা ও কডিড-১৯ প্রতিরোধক টিকাদান কার্যক্রম জোরদারকরণ’ বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে চলমান লকডাউন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর পরের দিন ২৮ জুলাই ২০২১ তারিখে “লকডাউন ৫ আগস্টের পর আর বাড়ানো হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব। এছাড়াও, ফেসবুকে “৫ আগস্টের পর লকডাউন বাড়ছে না” ক্যাপশনযোগে বেশ কিছু ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনো উদ্বৃতি দেননি। এছাড়া বেশ কিছু ফেসবুক পেজ এবং অনলাইন পোর্টাল থেকে একই ভূয়া শিরোনামে সংবাদটি প্রকাশিত হতে দেখা যায়।

তবে সেদিনই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করে কয়েকটি মিডিয়ায় একটি নিউজ প্রচার করেছে যে ‘৫ আগস্টের পর আর লকডাউন দেওয়া হবে না’। প্রকৃতপক্ষে মন্ত্রী এ ধরনের কোনো কথা বলেননি।

উক্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে সিদ্ধান্ত এমন এসেছে আমাদের যে লকডাউন চলছে তা ৫ আগস্ট পর্যন্ত চলতে থাকবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট বোধহয় রাখতে পারছি না। লকডাউন ৫ আগস্ট পর্যন্ত চলবে। অন্যান্য দেশের মতো সংক্রমণ ধীরে ধীরে কমবে বলে আমরা আশা করছি। আমাদের কাছে যে টিকা এসেছে সেগুলোর কার্যক্রম চলবে, পরবর্তীতে যে টিকা আসবে সেটার ব্যবহার পরবর্তী সময়ে করব।

এদিকে ৫ আগস্টের পরেও চলমান লকডাউন আরও ১০ দিন বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতরএবিষয়ে ৩১ জুলাই ২০২১ (শনিবার) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, “সেটি (সুপারিশ) অবশ্যই আমাদের মাথায় আছে। কারণ সবকিছুর সমন্বয় আমাদের করতে হবে। সেজন্য আমরা বলছি যে, একটু সময় নেব। ৩ বা ৪ তারিখে এ বিষয়টি পরিষ্কার করে দেব।“

অর্থাৎ উক্ত তথ্যপ্রমাণাদি সাপেক্ষে দেখা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করে কয়েকটি মিডিয়ায় একটি খবর প্রচার করেছে যে ‘৫ আগস্টের পর আর লকডাউন দেওয়া হবে না’। বাস্তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ ধরনের কোনো কথা বলেননি, তাই ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী খবরগুলো মিথ্যা।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply