প্রধানমন্ত্রীর লন্ডন সফরের পুরনো ভিডিও ভুল ক্যাপশনে ভাইরাল

Published on: March 28, 2022

সম্প্রতি ফেসবুকে “হাসিনা বিরোধী আন্দোলনে ফুঁসে উঠল প্রবাসীরা। নিউইর্য়কে রাস্তায় বিক্ষোভ মিছিল” ক্যাপশনে একটি ভিডিও শেয়ার হয়েছে যা গতবছরের ২১ সেপ্টেম্বরে ফেসবুকে প্রকাশিত হয়েছিল। মূলত ভিডিওটি নিউইয়র্কে নয়, লন্ডনে ধারণ করা হয়েছিল ২০১৬ সালের ১৫ মে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়াতে একটি নারী বিষয়ক সম্মেলনে যোগ দেবার পথে লন্ডনে পৌঁছানোর পর তাঁর বিরুদ্ধে বিক্ষোভের ভিডিও এটি, যার আয়োজন করেছিল বাংলাদেশের বিরোধী দল বিএনপি’র যুক্তরাজ্য শাখা। পুরনো সেই ভিডিওটি ভিন্ন প্রেক্ষাপটে নতুন প্রকাশ করায় ফ্যাক্টওয়াচ এটি কে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।  

ফেসবুকে ভুল ক্যাপশনে শেয়ার হওয়া ভিডিওটি দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।

ভাইরাল ভিডিওটি চালিয়ে দেখা যায়, মূল ভিডিওটি ১ মিনিট ৫৫ সেকেন্ড ব্যাপ্তির। একই ভিডিও বারবার জোড়া লাগিয়ে ১১ মিনিট ৩২ সেকেন্ড লম্বা করা হয়েছে। বিভিন্ন কী-ওয়ার্ড দিয়ে ইউটিউবে অনুসন্ধান করে মূল ভিডিওটি খুঁজে পেয়েছে ফ্যাক্টওয়াচ টিম। ১৬ মে, ২০১৬ তারিখে প্রকাশিত ভিডিওগুলোর ক্যাপশনে উল্লেখ রয়েছে এই বিক্ষোভের স্থানটি লন্ডন। ইউটিউবে প্রকাশিত ভিডিও দুটি দেখুন এখানে এবং এখানে।


ভিডিওগুলোর ভিত্তিতে গুগলে অনুসন্ধান করে দেখা যায়, সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়াতে একটি নারী বিষয়ক সম্মেলনে যোগ দেবার পথে লন্ডনে গিয়েছিলেন। এ বিষয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদন পড়ুন এখানে।

এছাড়াও, ভিডিও তে ব্রিটেনের পতাকা এবং বিক্ষোভকারীদের হাতে ব্যানারে “UK” লেখা দেখা যাচ্ছে। ইন্সট্যান্ট স্ট্রিট ভিউ এর মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে যে, ভিডিওটি যেখানে ধারণ করা হয়েছে সেই স্থানটি লন্ডনের  বাকিংহাম গেটের নিকটস্থ সড়ক।

উল্লেখ্য যে, গতবছরের ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দুই দিন পর ২১ সেপ্টেম্বরে “হাসিনা বিরোধী আন্দোলনে ফুঁসে উঠল প্রবাসীরা। নিউইর্য়কে রাস্তায় বিক্ষোভ মিছিল” ক্যাপশনে ফেসবুকে বিভিন্ন একাউন্ট এবং পেজ থেকে উক্ত ভিডিওটি প্রকাশিত হয়েছিল। এ থেকে বিষয়টি স্পষ্ট যে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে পুরনো ভিডিওটি নতুন করে প্রকাশ করা হয়েছে। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটি কে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply