জন্মাষ্টমী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ কি দেখা দিয়েছেন?

Published on: August 22, 2022

আকাশে উড়ন্ত একটি ছায়ামূর্তির ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী উপলক্ষে এই অলৌকিক ঘটনা ঘটেছে । তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে , এটি কোনো অলৌকিক ঘটনা নয়। বরং কম্পিউটার গ্রাফিকসের মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে।

গুজবের উৎস

ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

২৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, কিছু লোক একত্র হয়ে আকাশের দিকে আঙুল নির্দেশ করছে। কেউ কেউ মোবাইলে আকাশের ছবি তোলার চেষ্টা করছে।  ক্যামেরা প্যান করে আকাশের দিকে সরালে দেখা যায়, মেঘের আড়াল থেকে সাদা রঙের এক ছায়ামূর্তি বেরিয়ে এসে কিছুক্ষণ হাত নেড়ে কোনো সংকেত দেওয়ার চেষ্টা করল। কয়েক সেকেন্ড পরে সেটি আবার অদৃশ্য হয়ে গেল।

উপস্থিত জনতার সম্মিলিত চিৎকারের মধ্যে কোনো বাংলা শব্দ শোনা যায়নি। তবে ইংরেজিতে Oh My God কথাটা শোনা গেছে একাধিকবার ।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

অনুসন্ধানে দেখা যাচ্ছে, ২৪ সেকেন্ডের এই ভিডিওটি আপলোড করা হয়েছিল ইনস্টাগ্রামে, ২০২১ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে। Reinaldo_official_1 নামক ইন্সটাগ্রাম একাউন্ট থেকে এটি পোস্ট করা হয়। মূল ভিডিওটি দেখতে পাবেন এখানে

রেইনাল্ডো’র প্রফাইলে তার পরিচয় হিসেবে Artist অর্থাৎ শিল্পী শব্দটি রয়েছে। তার ইন্সটাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা গেল, তিনি আকাশে উড়ন্ত ছায়ামূর্তির বিভিন্ন ভিডিও এডিট করে তার প্রোফাইল থেকে আপলোড করেন।

একাধিক ভিডিও দেখা বোঝা  গেল, বিভিন্ন সময়েই তিনি আকাশে উড়ন্ত ঘোড়া, যীশু খৃষ্ট, পরী, এ্যাঞ্জেল, সৈন্যদল , অচেনা জন্তু ইত্যাদি দের ভিডিও তৈরি করেন , এবং সেগুলো আপলোড করেন।

তারই ধারাবাহিকতায় তিনি আলোচ্য ভিডিওটি তৈরি করেছিলেন এবং এর সম্পর্কে লিখেছিলেন,  it really is amazing #jesus #deusnocomando #instagram

পর্তুগীজ ভাষায় deus no commando এর ইংরেজি অর্থ, God in charge. বাংলায় যার অর্থ ‘ঈশ্বর সর্বশক্তিমান’ হতে পারে।

মূল পোস্টে deusnocomando হ্যাশট্যাগ ছাড়াও হ্যাশট্যাগ Jesus রয়েছে । অর্থাৎ এই ভিডিওটি যীশুখৃষ্টকে নিয়ে বানানো হয়েছে। শ্রীকৃষ্ণ অথবা কোনো হিন্দু দেব দেবীকে কেন্দ্র করে বানানো হয়নি।

ভারত-ভিত্তিক আজতক বাংলা এর ফ্যাক্ট চেকিং সেকশন ও এই ভিডিওকে ‘সম্পাদিত ভিডিও’ হিসেবে সনাক্ত করেছে।


তাই, সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ভাইরাল এসব ভিডিওকে ‘বিকৃত’ হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh