বন্যায় গবাদি পশু ভেসে যাওয়ার ভিডিওটি মেক্সিকোর

সুবর্ণ রেখা দোলন

Published on: August 23, 2024

বন্যার পানিতে অনেক গবাদি পশু ভেসে যাওয়ার একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু মানুষের বাংলায় সাহায্য প্রার্থনার আওয়াজ শোনা যায়। অর্থাৎ, এর মাধ্যমে ইঙ্গিত দেয়া হচ্ছে যে, ভিডিওটি বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতির। কিন্তু, অনুসন্ধানে দেখা যাচ্ছে, মেক্সিকোর নায়ারিত(Nayarit) রাজ্যে ২৭ জুলাই ২০২০-এ হারিকেন হান্না (Hanna) আঘাত হানে। হারিকেনের প্রভাবে নয়ারিত রাজ্যে অবস্থিত জাকুয়ালপান (Zacualpan) নদীর উপচে পড়া পানি সেখানকার গবাদিপশুগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। ভাইরাল ভিডিওটি মূলত সেই সময়কার। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভিডিওটি বিভ্রান্তিকর। 

ভারি বৃষ্টিপাতের কারণে ১৯ আগস্ট ২০২৪ থেকে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের নদীগুলোতে পানি বাড়তে থাকে। এর ফলে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙ্গে যায় এবং সেখান থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। এর পরের দিন থেকে এই সকল স্থানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে থাকে। ২১ আগস্ট ২০২৪ থেকে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করে। একে কেন্দ্র করেই ফেসবুকে গবাদি পশু ভেসে যাওয়ার ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে এটা এই বন্যারই ভিডিও।

তাই ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য এর বিভিন্ন অংশ ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে Karoll Pineda Marrugo নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ১৫ নভেম্বর ২০২০ এ আপলোড করা ভাইরাল ভিডিওটির পূর্ব সংস্করণের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয় যে, ভিডিওতে দেখানো উপচে পড়া নদীটি হচ্ছে মেক্সিকোর জাকুয়ালপান নদী।

এই সূত্র ধরে মেক্সিকো ভিত্তিক মূলধারার সংবাদমাধ্যম লা জর্নাডা (La Jornada) এর অফিশিয়াল ওয়েবসাইটে ২৮ জুলাই ২০২০ এ প্রকাশিত একটি প্রতিবেদনেও আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। কিন্তু সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাংলায় সাহায্য প্রার্থনার মত কোনো আওয়াজ শুনতে পাওয়া যায়নি। মূল ভিডিওটি সম্পাদনা করে এর ব্যাকগ্রাউন্ডে উক্ত আওয়াজ যুক্ত করে দেয়া হয়েছে। পাশাপাশি, প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, পশ্চিম মেক্সিকোর নয়ারিত রাজ্যে ২৭ জুলাই ২০২০ এ হারিকেন হান্নার প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়। এর কারণে সেখানে অবস্থিত জাকুয়ালপান নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে এর আশেপাশে থাকা বন্যায় গবাদি পশুকে ভাসিয়ে নিয়ে যায়।


অতএব, এই সকল তথ্য প্রমাণ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, ভাইরাল ভিডিওটি কোনো ভাবেই বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতির সাথে সম্পৃক্ত নয়। তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোষ্টগুলোকে বিভ্রান্তিকর বলে চিহ্নিত করেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু বিভ্রান্তিকর ভিডিওর নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh