“কাল থেকে দাম কমছে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের” – পুরনো খবর ভাইরাল

Published on: July 22, 2021

গত ১৬ জুলাই “কাল থেকে দাম কমছে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের” শিরোনামে একটি খবর প্রকাশ করেছে বেশ কিছু অনলাইন পোর্টাল। উক্ত খবরে উল্লেখ করা হয়েছে, “তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ বৈধ মূল্য আগের চেয়ে ৬৯ টাকা কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।“ মূলত এটি একটি পুরনো খবর। বাস্তবে কেজি প্রতি চার টাকা ৭ পয়সা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে জুলাই মাস থেকে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ৮৯১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

“কাল থেকে দাম কমছে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের” শিরোনামে পুরনো সংবাদটি সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ থেকে শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।



ফ্যাক্টওয়াচ অনুসন্ধান এলপিজির বর্তমান দাম অনুসন্ধান করতে গিয়ে দেখতে পায়, সম্প্রতি শেয়ার হওয়া খবরগুলোর বেশীরভাগই হুবহু কপি করা হয়েছে ২৯ এপ্রিল ২০২১ তারিখে “এলপিজি: ১২ কেজি সিলিন্ডারের দাম কমে ৯০৬ টাকা” শিরোনামে প্রকাশ হওয়া bangla.bdnews24.com এর একটি খবর থেকে। উক্ত খবরে বলা হয়েছে, “তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ বৈধ মূল্য আগের চেয়ে ৬৯ টাকা কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মাসেই একবার দাম ঘোষণার ১৭ দিনের মাথায় বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির সমন্বিত দাম নির্ধারণ করে। ১ মে থেকে নতুন এই দর কার্যকর হবে বলে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে ঘোষণা দেন।“

পরবর্তীতে বিশ্ববাজারে দাম কমায় দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত এই প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্য দ্বিতীয়বারের মতো হ্রাস করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে ৮৪২ টাকা করা হয়েছিল। এই সর্বোচ্চ খুচরা মূল্য ১ জুন থেকে কার্যকর হয়েছিল।

তবে গত ৩০ জুন ২০২১ (বুধবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্য ৮৯১ টাকা নির্ধারণের আদেশ দেয় বিইআরসি। মে মাসের তুলনায় জুনে দাম কিছুটা কমলেও জুলাইয়ে কেজি প্রতি চার টাকা ৭ পয়সা বেড়ে ভোক্তা পর্যায়ে প্রতিকেজি এলপি গ্যাসের খুচরা মূল্য ৭৪ টাকা ২৪ পয়সা নির্ধারিত হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৫৯১ টাকা থাকবে।


wtnewz.com নামক একটি অনলাইন পোর্টাল একই শিরোনামে একটি খবর প্রকাশ করেছে, যেখানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য উল্লেখ করা হয়েছে ৮৪২ টাকা। বাস্তবে এটিও পুরনো খবর। ৩১ মে ২০২১ তারিখে independent24.com থেকে প্রকাশিত একটি খবর হুবহু কপি করে এই সংবাদটি প্রকাশ করেছে অনলাইন পোর্টালটি। মূলত এটি জুন মাস থেকে কার্যকর হওয়া এলপিজির নতুন মূল্য ছিল।


এবছর বিভিন্ন সময়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দর ওঠানামা নীচের সারণীতে দেখানো হল:

মাস বেসরকারি এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম 
মে ২০২১ ৯০৬ টাকা
জুন ২০২১ ৮৪২ টাকা
জুলাই ২০২১ ৮৯১ টাকা

লিকুইফাইড পোট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রয়কারী একটি বেসরকারী প্রতিষ্ঠান বেক্সিমকো এলপিজির সাথে যোগাযোগ করলে তারা জানায়, “০১-০৭-২০২১ তারিখ এ আপডেটেড জুলাই মাসের মূল্য তালিকা অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের প্যাকেজ এর খুচরা মুল্য ২১২০ টাকা এবং ১২ কেজি সিলিন্ডারের রিফিল এর খুচরা মুল্য ১১২০ টাকা।“ এছাড়া শহর এবং গ্রাম ভেদে ডেলিভারি চার্জ সহ এই গ্যাসের দাম ভিন্ন ভিন্ন বলে জেনেছে ফ্যাক্টওয়াচ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর নির্ধারণ করে দেয়া ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ৮৯১ টাকা। ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী তাই “কাল থেকে দাম কমছে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের” শীর্ষক খবরটি পুরনো যা নতুন করে প্রকাশ হবার পর জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply