সোনায় মোড়ানো বিলাসবহুল টয়লেট টিস্যুর ছবিগুলো কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি

Published on: March 29, 2024

সম্প্রতি ফেসবুকে দামি পাথরের কারুকার্যখচিত বিলাসবহুল কিছু টয়লেট টিস্যুর ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে এগুলো বিত্তবান নায়কদের ব্যবহৃত সোনায় মোড়ানো টিস্যু। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া যাচ্ছে, এ ছবিগুলো কোনো বাস্তব বিলাসবহুল টয়লেট টিস্যুর নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। সারা শাকিল নামক একজন আর্টিস্ট তার ভেরিফায়েড ফেসবুক পেইজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১৯ মার্চ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবিগুলো পোস্ট করেছিলেন। তাই বিভ্রান্তিকর ক্যাপশনের জন্য ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিভ্রান্তিকর” আখ্যা দিচ্ছে।

বিভ্রান্তির উৎস

গত ২২ মার্চ থেকে ফেসবুকে পোস্টটি উক্ত দাবিতে ছড়াতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ছবিগুলোর মূল উৎস সন্ধানে রিভার্স ইমেজ সার্চ করা হলে সারা শাকিল নামক একজন লন্ডনভিত্তিক সেলেব্রিটি আর্টিস্টের ভেরিফায়েড ফেসবুক পেইজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া যায়। সারা শাকিল একজন ক্রিস্টাল আর্টিস্ট যার বিশেষত্ব হলো ক্রিস্টাল এবং গ্লিটারের সমন্বয়ে ডিজিটাল ছবি তৈরি করা। ভাইরাল পোস্টের ক্রিস্টালে মোড়ানো টয়লেট টিস্যুগুলোর ছবি সর্বপ্রথম তার ফেসবুক পেইজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ১৯ মার্চ পোস্ট করা হয়।

পোস্টে তিনি উল্লেখ করেছেন যে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এছাড়া তার পোস্ট করা অন্যান্য সাম্প্রতিক ছবিগুলোতেও কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছেন বলে দেখা যায়। তিনি SaraShakeel x Ai ট্যাগটিও ব্যবহার করছেন।

কিন্তু ভাইরাল পোস্টের ক্যাপশনে এ টয়লেট টিস্যুর ছবিগুলোকে বিত্তবান নায়কদের ব্যবহৃত সোনায় মোড়ানো টিস্যু দাবি করায় ব্যবহারকারীরা একে বাস্তব বলে মনে করছেন। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh