Published on: December 14, 2021
![]() |
৮ ও ৯ ডিসেম্বর ২০২১ তারিখে উক্ত শিরোনামে কিছু সংবাদ শেয়ার করা হয়েছে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
সম্প্রতি “নায়িকা হওয়ার আগে এসব করতেন ‘মাহি’, ৫ মিনিটের ভিডিও ভাইরাল” শিরোনামে সংবাদটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখা গেছে, সংবাদটি ২৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে risingbd.com থেকে প্রকাশিত একটি সংবাদ থেকে হুবহু কপি করা হয়েছে। ভিডিওটি সম্পর্কে “বিয়ে বাড়িতে মাহির নাচের ভিডিও ভাইরাল” শিরোনামে সংবাদ সূত্রে জানা গেছে,
“নায়িকা হওয়ার আগে মাহিয়া মাহির একটি নাচের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। প্রায় ৫ মিনিট দৈর্ঘ্যের নাচের ভিডিওতে দেখা যায়—গায়েহলুদের কোনো অনুষ্ঠানে নাচছেন মাহি। চলচ্চিত্রের বিভিন্ন ফেসবুক গ্রুপে এই নাচের ভিডিও ঘুরে বেড়াচ্ছে।“
গতবছর সেপ্টেম্বর মাসে ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত ভাইরাল হওয়া সেই নাচের ভিডিওটি দেখুন এখানে এবং এখানে।
বিষয়টি আরও নিশ্চিত হতে কয়েকটি শব্দ ধরে ফেসবুকে অনুসন্ধান চালায় ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধানের ফলাফল বলছে, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে মাহি’র নাচের ভিডিওটি প্রথম ভাইরাল হয়েছিল। ভিডিওটি সম্পর্কে কিছু ফেসবুক পোস্ট এবং খবরে বলা হচ্ছে,
“ভিডিওটিতে দেখা যায়, মাহি ফাহাদ নামের একজনের গায়ে হলুদের অনুষ্ঠানে হিন্দি গানের সাথে উদাম নৃত্যে ব্যস্ত। আমাদের দেশের অনেক তারকা, তারকা হবার আগের জীবন গোপন করেন, কিন্তু হালের জনপ্রিয় এই নায়িকার নায়িকা হবার আগে মহল্লার একটি গায়ে হলুদের অনুষ্ঠানে তাও আবার হিন্দি সিনেমার একটি আইটেম গানের সাথে এইরকম নৃত্যরত অবস্হার ভিডিও অনলাইনে ফাঁস হওয়ায় তার ভক্তকূলের মধ্যে ব্যপক সাড়া ফেলেছে।“
মূলত কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে মাহির নাচের একটি পুরনো ভিডিও নিয়ে গতবছর প্রকাশিত হয়েছিল সংবাদটি। সেই পুরনো সংবাদটি তারিখ উল্লেখ না করে সম্প্রতি ভিন্ন প্রেক্ষাপটে পুনরায় প্রকাশ করায়, ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|