“মাহির ভ্যারিফাইড পেজ থেকে পর্ন ভিডিও পোস্ট” – শীর্ষক খবরটি পুরনো

Published on: December 23, 2021

সম্প্রতি “মাহির ভ্যারিফাইড পেজ থেকে পর্ন ভিডিও পোস্ট” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে কিছু অনলাইন পোর্টাল থেকে। মূলত, খবরটি প্রায় আড়াই বছর আগের। ২০১৯ সালের মে মাসে নিজের ফেসবুক আইডি ও পেজের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পরবর্তীতে, তার পেজ থেকে একটি আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়েছিল যা পুলিশি সাহায্য নিয়ে সরানো হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। পুরনো সেই খবর তারিখ উল্লেখ না করে সম্প্রতি নতুন করে প্রচার করার কারণে ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে খবরটি শেয়ার হয়েছে। এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।


সম্প্রতি ভাইরাল হওয়া খবরটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখা গেছে, হুবহু একই খবর ২০১৯ সালের মে মাসেও প্রকাশিত হয়েছিল। এমন একটি খবর দেখুন এখানে।

এ বিষয়ে আরও অনুসন্ধান করে দেখা যায়, ২৩ মে ২০১৯ (বৃহষ্পতিবার) নিজের ফেসবুক আইডি ও পেজের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর ২৫ মে ২০১৯ (শনিবার)  তার ফেসবুক পেজ থেকে সকাল ১১ টা ৪ মিনিটে ৫ মিনিট ৩৬ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও প্রাকশিত হয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, পেজে একটি ‘আপত্তিকর’ ভিডিও ছিল, সেটি ৯৯৯-এ যোগাযোগ করার পর পুলিশি সাহায্য নিয়ে সরানো হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপ কমিশনার মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, ‌“মাহির ফেসবুক পেজ থেকে আপত্তিকর ভিডিওটি সরানো হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ভিডিও আবারো কেউ প্রকাশ করতে চাইলে পারবে না। স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেবে।“


অনুসন্ধানে আরও দেখা গেছে, বর্তমানে মাহির ভেরিফাইড  ফেসবুক পেইজটি ডি-অ্যাক্টিভেটেড আছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply