সিনহা হত্যা মামলার রায়ের পর র‌্যাব কি পুনরায় ঘটনার তদন্ত করছে?

Published on: September 9, 2022

সম্প্রতি “ফাঁসির রায় কার্যকর করার আগে পূনরায় ঘটনাস্থলে RAB সহ ওসি প্রদীপ ও লেয়াকত” ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি ২১ আগস্ট ২০২০ তারিখে মেজর সিনহা হত্যা মামলার তদন্তচলাকালীন ধারণ করা হয়েছে। তদন্ত শেষে র‍্যাবের প্রতিবেদন দাখিলের পরে ৩১ জুলাই ২০২২ তারিখে আদালত ওসি প্রদীপ, মো. লিয়াকত এবং অন্যান্যদের সাজার রায় ঘোষণা করেছে। বর্তমানে উক্ত ক্যাপশনটির জন্য জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে যে, আদালতের রায়ের পরেও র‍্যাব ঘটনাস্থলে পুনরায় তদন্তের জন্য গিয়েছে। তবে অনুসন্ধানে বিষয়টি পরিষ্কার যে, এ দাবি সম্পূর্ণ মিথ্যা।  

এমন মিথ্যা দাবিতে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানেএখানে এবং এখানে।

ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে একাধিক কী-ওয়ার্ডের মাধ্যমে গুগলে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। এ সংক্রান্ত Banglanews24.com এর একটি প্রতিবেদনে মেজর সিনহা হত্যা ঘটনার বিবরণ দেখে নেয়া যাক, “৩১ জুলাই ২০২০ তারিখ রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসার পথে বাহারছড়া শামলাপুর পুলিশ চেকপোস্টে তল্লাশির নামে গাড়ি থেকে নামিয়ে মেজর (অব.) সিনহা মো. রাশেদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ০৫ আগস্ট ২০২০ তারিখে টেকনাফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওসি প্রদীপ, মো. লিয়াকতসহ নয়জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আদালত বিষয়টি আমলে নিয়ে টেকনাফ থানার ওসিকে এফআইআর হিসেবে রুজু এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) তদন্তের নির্দেশ দেন”।

প্রসঙ্গত, তদন্তের স্বার্থে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মূল ঘটনার তিন সপ্তাহ পরে আসামিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। কেন পুলিশ মেজর সিনহার ওপর গুলি চালিয়েছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতে ৩১ জুলাই ২০২০ তারিখ রাত সাড়ে ১০টার ঘটনার পুনর্নির্মাণ করে র‍্যাব। অর্থাৎ অভিযুক্ত এসআই নন্দ দুলাল রক্ষিত, ইন্সপেক্টর লিয়াকত আলী এবং ওসি প্রদীপ কুমার দাশকে ঘটনাস্থলে উপস্থিত করে সে রাতের ঘটনা বর্ণনা করতে বলে। শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র দুই মিনিটের মধ্যেই সেদিন ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছিল- তা হুবহু দেখিয়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিরা।

অভিযুক্তদের মেরিন ড্রাইভের ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসার ঘটনাটি সে সময়ে গণমাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়। ২১ আগস্ট ২০২০ তারিখে “সিনহা ঘটনা রহস্য উদযাটনে হুবহু ঘটনা সাজালো র‍্যাব” | শিরোনামে সময় টিভির ইউটিউব চ্যানেলে মেরিন ড্রাইভের ঘটনাস্থলে র‍্যাবের জিজ্ঞাসাবাদের ঘটনাটির ভিডিওফুটেজ আপলোড করা হয়েছে। বর্তমানে ২১ আগস্ট ২০২০ তারিখের ভিডিওগুলো “ফাঁসির রায় কার্যকর করার আগে পূনরায় ঘটনাস্থলে RAB সহ ওসি প্রদীপ ও লেয়াকত”। ক্যাপশনে ভাইরাল করা হয়েছে।

এ ধরণের ক্যাপশনের কারণে বিভ্রান্তির সমস্যা তৈরি হয়। যেহেতু সিনহা হত্যা মামলার রায় হয়ে গেছে, তারপরেও কেনো ঘটনাস্থলে যেতে হচ্ছে, রায় বাস্তবায়ন হবে কিনা ইত্যাদি? আসামি ওসি প্রদীপ কুমার দাশ ক্ষমতাবলে পার পেয়ে যাচ্ছেন কিনা, ইত্যাদি বিষয়ে প্রশ্ন উঠে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান প্রমাণ করে যে, ভিডিওটি রায় প্রদানের আগেই ধারণ করা, রায় কার্যকর করার আগে নয়। সঙ্গত কারণে এই ভিডিওর ক্যাপশনটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh