Published on: July 20, 2022
![]() |
উক্ত ক্যাপশনে ফেসবুকে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
গণমিছিলটিতে ব্যবহৃত ব্যানারটির উপরের অংশে Mass procession & Memorandum Submission লেখাটির সূত্র ধরে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চ করা হলে, ১৬ জুন, ২০২২ তারিখে যমুনা টিভির ইউটিউব চ্যানেল থেকে “মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সাথে মিছিল থেকে স্মারকলিপি ভারতীয় দূতাবাস অভিমূখে যাত্রাও করে তারা” ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি দেখে নিশ্চিত হওয়া যায়, এটি এক মাস আগে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণমিছিলের ভিডিও। সেই ভিডিওটিই বর্তমানে নতুন করে ভাইরাল করে দাবি করা হচ্ছে, এটি মামুনুল হকের মুক্তির দাবির মিছিল। ভিডিওটি দেখুন এখানে।
সুতরাং ফেসবুকে ভাইরাল ভিডিওটি পুরনো ও এটি মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ডাকা গণমিছিল। এই মিছিলটিকে মামুনুল হকের মুক্তির দাবির মিছিল বলা সম্পূর্ণ “মিথ্যা” দাবি। অতএব মিথ্যা ক্যাপশনে প্রকাশিত পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|