মামুনুল হক এর মুক্তি নিয়ে পুরনো খবর ভাইরাল

Published on: [August 8,2021]

‘’মুক্তির পর পরই ফেসবুকে স্ট্যাটাস দিলেন মামুনুল হক’’ ক্যাপশন সহ একটি নিউজ লিংক ফেসবুকে ভাইরাল হয়েছে। মূল খবরে ক্লিক করে দেখা গেল, গত এপ্রিল মাসে নারায়ণগঞ্জের রিসোর্ট থেকে অবরুদ্ধ অবস্থা থেকে মামুনুল হকের মুক্তি পাওয়ার কথা বলা হচ্ছে এখানে। কিন্তু শুধু ক্যাপশন দেখে এমন মনে হবে যেন হেফাজতের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হক জেল থেকে ছাড়া পেয়েছেন। পুরনো খবর নতুন করে ছড়িয়ে দেয়ার মাধ্যমে এই বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে ফ্যাক্টওয়াচ মনে করছে।

বিভ্রান্তির উৎস

মূলত কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এর সংবাদের লিংক বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করার মাধ্যমে এই গুজবটি ছড়িয়ে পড়ে। এমন কয়েকটি নিউজ ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে , এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ফেসবুকে শেয়ার করে নিউজ লিংকের সূত্র ধরে newstimes13.com এর মূল খবরে গিয়ে জানা গেল, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন। মুক্তির পর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। শনিবার (০৩ এপ্রিল ২০২১) বিকেল ৩টা থেকে রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় তিনি মুক্ত হন।পরবর্তীতে তিনি তার ফেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি বলেন, আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক! কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না!

অর্থাৎ, এটা ৪ মাস আগের খবর। গত এপ্রিল মাসের খবর এখন আগস্ট মাসে এসে শেয়ার করা হচ্ছে।

ফেসবুকে এখন এই খবর ছড়িয়ে পড়ার কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। মামুনুল হক জেল থেকে মুক্ত হয়েছেন ভেবে ‘আলহামদুলিল্লাহ’ বা এই ধরনের কমেন্ট করছেন।

মামুনুল হল প্রকৃতপক্ষে কোথায় আছেন ?

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হক কে ২০২১ সালের ১৮ই এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। প্রথমে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হলেও গত ১১ই মে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। শেষ খবর পর্যন্ত তিনি সেখানেই আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১০ টি মামলা এখন চলমান রয়েছে।

সিদ্ধান্ত

মামুনুল হক জেল থেকে মুক্তি পাননি, কিংবা মুক্তি পেয়ে কোনো স্ট্যাটাস দেননি। ৪ মাস আগের পুরনো একটি খবর এখন শেয়ার করার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply