বিদেশগামী যাত্রীদের সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক – ভুয়া বিজ্ঞপ্তি

Published on: December 5, 2022

‘বিদেশগামী যাত্রীদের সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক’- এই মর্মে একটি বিজ্ঞপ্তিমূলক পোস্ট ফেসবুকে সম্প্রতি ভাইরাল হয়েছে।অনুসন্ধান করে এই বিজ্ঞপ্তি বানোয়াট বলে প্রমাণিত হওয়ায় ফ্যাক্টওয়াচ একে মিথ্যা আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস

ফেসবুকে পোস্টটি এবছর ১৯ নভেম্বর থেকে বিভিন্ন ব্যক্তিগত একাউন্ট, পেইজ থেকে এবং গ্রুপে শেয়ার করা হচ্ছে।এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে ৬টি – অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বেসিক ব্যাংক, সোনালি ব্যাংক ও রুপালি ব্যাংক।এ ৬টি ব্যাংকের ওয়েবসাইটে বিদেশগামী যাত্রীদের উক্ত যেকোনো ব্যাংকে অ্য্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক – এ ধরনের প্রাসঙ্গিক কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা পাওয়া যায়নি।ফেসবুকে এ ৬টি ব্যাংকের ভেরিফায়েড অফিশিয়াল পেইজ নেই, তবে এ ব্যাংকগুলোর নামে যে সব পেইজ রয়েছে সেগুলোতেও এমন কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

এদিকে কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজেও এধরনের কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।ভাইরাল পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছিল ১৯ নভেম্বর, ২০২২।বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের প্রেস রিলিজে ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিজ্ঞপ্তি গুলো দেখুন নিচের ছবিতে –

বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের নোটিস বোর্ডের সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি পাওয়া যাচ্ছে ১০ নভেম্বরের।

এছাড়া একটি বিষয় লক্ষ্যণীয়, যেকোনো ব্যাংক কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি, প্রেসরিলিজ, সার্কুলার লেটারের নিচে অনুমোদিত কর্তৃপক্ষের স্বাক্ষর থাকে।এরকম দুটো স্যাম্পল ছবি দেওয়া হলো।

 

কিন্তু  উক্ত ফেসবুক পোস্টের বিজ্ঞপ্তিতে এমন কোনো স্বাক্ষর নেই। এছাড়া বিজ্ঞপ্তিটির লে-আউটেও অফিশিয়াল ছাপ না থাকার বিষয়টি স্পষ্ট।

এদিক দৈনিক ইত্তেফাকের ২৩ নভেম্বরের রিপোর্ট থেকে জানা যায়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম নিশ্চিত করেছেন ভাইরাল এই বিজ্ঞপ্তি ভিত্তিহীন।কর্মীরা যেন বৈধপথে রেমিট্যান্স পাঠাতে পারেন তাই চাকরি নিয়ে বিদেশ যেতে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।এই অ্যাকাউন্ট দেশের যেকোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে খোলা যাবে।

তাছাড়া সাংবাদিক পলাশ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেইজের ২০ নভেম্বরের একটি পোস্টে বিজ্ঞপ্তিটি গুজব বলে সতর্ক করা হয়েছে।

সুতরাং ফেসবুকে ভাইরাল হওয়া এ বিজ্ঞপ্তিকে “মিথ্যা” চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh