“মহাকাশ থেকে পবিত্র কাবা শরীফের ছবি তুলেছেন নভোচারী, যা মুহূর্তেই ভাইরাল”- পুরনো খবর নতুন করে ভাইরাল

Published on: September 1, 2021

সম্প্রতি “মহাকাশ থেকে পবিত্র কাবা শরীফের ছবি তুলেছেন নভোচারী, যা মুহূর্তেই ভাইরাল” – শিরোনামে একটি খবর ফেসবুকে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায় খবরটি পুরনো। পবিত্র মক্কার যে ছবির কথা খবরে বলা হচ্ছে, সেটি প্রায় দুই বছর আগে আমিরাতের নভোচারী ‘হাজ্জ্বা আল মানসুরি’ ০২ অক্টোবর ২০১৯ তারিখে তার অফিসিয়াল টুইটার এবং ইন্সটাগ্রামে প্রকাশ করেন। সেসময় এ নিয়ে বেশ কিছু প্রতিবেদনও প্রকাশিত হয়। দুই বছর আগের একটি সংবাদকে দিন-তারিখ উহ্য রেখে আবার প্রচার করায় ফ্যাক্টওয়াচ এই খবরটিকে “আংশিক মিথ্যা” হিসেবে আখ্যায়িত করছে।

গত ২৯ আগস্ট ২০২১ তারিখে উক্ত খবরটি ফেসবুকে ভাইরাল হয়েছে। বেশ কিছু অনলাইন পোর্টালের বরাত দিয়ে ফেসবুকে এই খবরটি শেয়ার করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে


মূলত কিছু অনলাইন পোর্টালের বরাত দিয়ে খবরটি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। এমন দুইটি খবর পড়ুন এখানে এবং এখানে

ভাইরাল এই খবরের মূল বিষয়বস্তু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)’ থেকে তোলা পবিত্র মক্কার একটি ছবি। হাজ্জ্বা আল মানসুরি নামের এক নভোচারীর ইন্সটাগ্রাম এবং টুইটারের বরাত দিয়ে ছবিটি নিয়ে খবর প্রকাশিত হয়। বিস্তারিত খবরের কোথাও ছবির সুনির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। তারিখের পরিবর্তে “আজ” কিংবা “গত মঙ্গলবার” ইত্যাদি শব্দবন্ধ ব্যবহার করা হয়ছে।

খবরে ব্যবহৃত ছবিটি ‘গুগল রিভার্স ইমেজ সার্চ’ এর মাধ্যমে অনুসন্ধান করলে ০২ অক্টোবর ২০১৯ তারিখের একটি প্রতিবেদন পাওয়া যায়। এ থেকে পরিষ্কার বোঝা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের কোনো ছবি নয়।

“astro_hazza” নামের একটি ইন্সটাগ্রাম একাউন্ট এবং “Hazaa AlMansoori” নামক টুইটার একাউন্ট থেকে গত ০২ অক্টোবর ২০১৯ তারিখে ছবিটি প্রকাশিত হয়। এই আইডি দুইটি মূলত হাজ্জ্বা আল মানসুরি নামক সংযুক্ত আরব আমিরাতের একজন নভোচারীর। তার ইন্সটাগ্রাম থে্কে প্রকাশিত ছবিটির ক্যাপশনে বলা হয়, “A satellite image of Makkah Al-Mukarramah, where the hearts of the believers are crying out, and their tongues invoking God, with all the love for the Kingdom of Saudi Arabia”।

এছাড়া, অন্যান্য অনেক গণমাধ্যমও ছবিটি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছিলো তখন।

বিজনেস ইনসাইডার এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের আলাদা প্রতিবেদন দুইটি দেখুন এখানে এবং এখানে


২০১৯ সালের একটি ঘটনা নিয়ে বর্তমানে প্রকাশিত খবরে নির্দিষ্ট তারিখের পরিবর্তে “আজ” কিংবা “গত মঙ্গলবার” এমন শব্দ ব্যবহার করায় মনে হচ্ছে ঘটনাটি খুবই সাম্প্রতিক। যা এক ধরনের বিভ্রান্তি তৈরি করছে।

উল্লেখ্য, হাজ্জ্বা আল মানসুরি সংযুক্ত আরব আমিরাতের সর্বপ্রথম নভোচারী হিসেবে ‘স্পেস’ এ যাত্রা করেছিলেন। মানসুরির সেই স্পেস যাত্রা নিয়ে বিস্তারিত জানতে বিবিসি এবং নিউইয়র্ক টাইমসের দুইটি প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে


উপরের তথ্যের ভিত্তিতে স্পষ্ট বুঝা যাচ্ছে, ভাইরাল হওয়া এই খবরটি সাম্প্রতিক সময়ের নয়, প্রায় দুই বছর আগের। ছবি প্রকাশের মূল তারিখ নিয়েও সেখানে স্পষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তাই পুরনো এই খবরটি বিভ্রান্তি তৈরি করছে। ফলে ফ্যাক্টওয়াচ খবরটিকে “আংশিক মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply