মরিয়ম ফুলের কথা কোরআনে উল্লেখ করা হয়নি

Published on: February 7, 2023

কোরআনে বর্ণিত মরিয়ম ফুল  দাবিতে কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম Anastatica hierochuntica। মধ্যপ্রাচ্যের অধিবাসীরা এটিকে ব্যথানাশক ভেষজ হিসেবে ব্যবহার করে, তবে মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থ কোরআন শরীফে এই মরিয়ম ফুলের কোনো উল্লেখ নেই।

গুজবের উৎস

ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

কিছু কিছু ফেসবুক পেজে এই মরিয়ম ফুলের উপকারিতার কথা বর্নণা করে এটা বাণিজিকভাবে বিক্রি করতেও দেখা যায়। যেমন এখানেএখানে, এখানে


ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

দি  ডেইলি স্টার এর এই নিবন্ধ থেকে জানা যাচ্ছে, এই ফুলটি অন্যান্য ফুলের মত নয়। প্রকৃতপক্ষে , এটি ফুল নয়, বরং সম্পূর্ণ গাছটিই শুকিয়ে গিয়ে, ডালপালাগুলো কিছুটা বাকা হয়ে এইরকম ফুলের আকার ধারণ করে। মরুভূমিতে যখন পানির অভাব দেখা যায়, তখন এই ভেষজ উদ্ভিদ টা এভাবে শুকিয়ে যায়। আবার পানি পেলে এটি স্বাভাবিক আকৃতিতে ফিরে যায়।

প্রতিবেদন থেকে জানা যাচ্ছে আলোচ্য ভেষজটির নাম Anastatica। মধ্যপ্রাচ্য, ইরান, আফগানিস্তান ইত্যাদি দেশে এটা বেশি দেখা যায়।

উইকিপিডিয়া জানাচ্ছে,  এই Anastatica গণের একটাই প্রজাতি আছে, তার নাম Anastatica hierochuntica । এটি মরিয়ম ফুল, মেরিজ ফ্লাওয়ার, রোজ অফ জেরিকো , কাফ মরিয়ম ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত।

searchtrutch.com এর সাহায্য নিয়ে দেখা যাচ্ছে, কোরআন শরীফে সরাসরি ফুলের কথা উল্লেখ করা হয়েছে ২ বার ( সূরা ত্ব-হা ,আয়াত ১৩১ এবং সূরা আশ-শুরা আয়াত ৪২) । এখানে নির্দিষ্ট কোনো ফুলের নাম উল্লেখ না করে সাধারণ অর্থে ফুল বোঝানো হয়েছে।

দি ইসলামিক ইনফরমেশন ওয়েবসাইটের এই নিবন্ধ থেকে জানা যাচ্ছে, কোরআন শরীফে বিভিন্ন প্রজাতির ২২ টি উদ্ভিদের নাম রয়েছে। নামগুলো অনুসন্ধানে দেখা গেল, এদের মধ্যে মরিয়ম ফুলের কোনো উল্লেখ নেই।

International Journal of Botany তে ২০০৬ সালে প্রকাশিত A Voyage in the World of Plants as Mentioned in the Holy Quran শীর্ষক গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে, কোরআন শরীফে ১৭টি উদ্ভিদ গোত্রের (plant family) ২২ প্রজাতির উদ্ভিদের উল্লেখ রয়েছে। এদের বৈজ্ঞানিক নামগুলো হল-  Ficus carica, Olea europoea, Phoenix dactylifera, Vitis vinifera, Panica granatum, Ocimum basilicum, Dryobalanops camphora, Zingiber officinale, Brassica nigra, Salvadora persica, Tamarix, Zizyphus spina-christi, Citrulus colocynthis, Cucurbita pepo, Cucumis sativus, Allium sativum, A. cepa, lens esculents, Musa sapientum, Hordeum vulgare, Triticum vulgare and Trifolium

দেখা যাচ্ছে, এই নামগুলোর মধ্যেও মরিয়ম ফুল বা এই উদ্ভিদের নাম (Anastatica hierochuntica) অনুপস্থিত।

বাংলানিউজ টুয়েন্টি ফোর এর কোরআনে বর্ণিত বিভিন্ন উদ্ভিদ ও ফল  শীর্ষক এই নিবন্ধে উদ্ভিত ও ফল মিলিয়ে প্রায় ৩১ টি নাম পাওয়া যাচ্ছে। এদের মধ্যেও মরিয়ম নামক কোনো উদ্ভিদের নাম নেই।

কোরআন শরীফের ১৯ নম্বর সূরার নাম ‘সূরা মরিয়ম’ । ইসলামের অন্যতম নবী হযরত ঈসা (আ) এর মা হযরত মরিয়ম (আ) এর নামানুসারে এই সূরার নামকরণ হয়েছে।  এই সূরায় মোট ৯৮ টি আয়াত (বাক্য) রয়েছে। এদের মধ্যে ১৬ থেকে ৪০ নাম্বার আয়াতে হযরত মরিয়ম (আ) সম্পর্কে বর্ণণা রয়েছে।

সম্পূর্ণ সূরার ৯৮ টি আয়াত বিশ্লেষণ করেও এর  মধ্যে মরিয়ম ফুলের কোনো উল্লেখ খুজে পাওয়া যায়নি।

বাংলাদেশ প্রতিদিন এর ‘মরিয়ম ফুল এবং কিছু ভ্রান্ত বিশ্বাস  শীর্ষক এই নিবন্ধে  গাজী মো. রুম্মান ওয়াহেদ জানাচ্ছেন, ‘মরিয়ম ফুল’ সম্পর্কে সমাজে অনেক ভ্রান্ত বিশ্বাস চালু আছে। — কোনো কোনো ব্যবসায়ী এটিকে ‘প্রফেটিক মেডিসিন’ তথা নবী (সা.) নির্দেশিত ঔষধ হিসেবেও প্রচার করে থাকেন। —ইসলামি শরীয়তে এর কোনো ভিত্তি নেই। কোরআন ও হাদিস দ্বারা এর কোনো গুরুত্ব ও তাৎপর্য প্রমাণিত নয়। উপরোল্লিখিত কথাবার্তা পুরোপুরিই আজগুবি, সামাজিক কুসংস্কার মাত্র।

গবেষক জুম্মা খান  ফ্যাক্টওয়াচকে নিশ্চিত করেছেন , এই ফুলের কোনো উল্লেখ কোরআন শরীফে নেই । এটা কেবলমাত্র আরব অঞ্চলের অধিবাসীদের লোকবিশ্বাস, যার সাথে কোরআনের সম্পর্ক নেই।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত পোস্টগুলোকে ‘আংশিক মিথ্যা’ সাব্যস্ত করছে।

( বিশেষ দ্রষ্টব্য – চিকিৎসা ক্ষেত্রে মরিয়ম ফুল কতটুকু কার্যকর, কিংবা আদৌ কার্যকর কিনা, সেটা নিয়ে এখানে কোন অনুসন্ধান করা হয়নি। এই প্রতিবেদনে কেবলমাত্র কোরআন শরীফে এর উল্লেখ খোঁজার চেষ্টা করা হয়েছে)

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh