মাশরাফী কি বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন?

Published on: January 12, 2023

“মাশরাফীকে বিসিবির নতুন সভাপতি হিসেবে চান পাপন নিজেই”– এমন শিরোনামে একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে নাজমুল হাসান পাপনের এমন কোনো চাওয়ার ব্যাপারে নির্দিষ্টভাবে কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। তিনি কেবল মাশরাফি বিন মোর্ত্তজাকে  বিসিবিতে দেখার ইচ্ছে পোষণ করেছেন কিন্তু কোথায় দেখবেন, সেরকম কোনো পদের নাম নিশ্চিত করেননি।  সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

প্রাসঙ্গিক কিছু কী ওয়ার্ড ধরে অনুসন্ধান করে বাংলাদেশের কিছু মূলধারার সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে মাশরাফিকে বিসিবিতে দেখতে পাওয়ার ব্যাপারে পাপনের বক্তব্যটি জানা যায়। তবে তিনি মাশরাফিকে কোন পদে দেখতে চান এ ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে কোথাও কোনো উল্লেখ পাওয়া যায়নি। তাছাড়া, ব্যস্ততার মধ্যে মাশরাফি বিসিবির জন্য কাজ করার সময় বের করতে পারবেন কি না এ নিয়েও নিশ্চিত নন বিসিবির বর্তমান সভাপতি। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

অন্যদিকে মাশরাফির যদি বিসিবির সভাপতির পদে বসতে হয় তাহলে এই পদে যিনি বর্তমানে আছেন তাকে সরে যেতে হবে। কিন্তু বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এই পদটি ছেড়ে দিচ্ছেন কি না এ সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। সম্প্রতি তাকে বিসিবির সভাপতি হিসেবে সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছে। গত ৯ জানুয়ারি নট আউট নোমানকে দেয়া পাপনের একটি সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়। এর মাধ্যমে জানা যায়, পাপনের ইচ্ছে মাশরাফি বিসিবির হয়ে ক্রিকেটের জন্য কাজ করুক। তাই তাকে ক্রিকেট বোর্ডে যোগদান করার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। কিন্তু, তা নির্দিষ্ট কোনো পদে যোগদান করার জন্য ছিল না, বা আমন্ত্রণ লিখিতভাবেও ছিল না। তবে, তিনি এই সাক্ষাৎকারে কিছু পদের উদাহরণ দিয়েছিলেন, যেমন, দলের ম্যানেজার, এইচপির প্রধান, ইত্যাদি। কিন্তু কোথাও মাশরাফির ক্রিকেট বোর্ডের সভাপতি হবার কথা উল্লেখ করেননি।

এর আগেও গত ২১ মে যমুনা টেলিভিশনকে দেয়া পাপনের এক সাক্ষাৎকার থেকে জানা যা,  সংসদ সদস্য না হলে মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার বানানোর ইচ্ছে ছিল তার। তবে, মাশরাফি বিসিবির সভাপতি হতে চান কিনা, সে নিয়ে সন্দিহান তিনি। তাছাড়া, মাশরাফী বিসিবির একজন পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার সক্ষমতা রাখলেও সভাপতি হিসেবে তা সম্ভব কি না– এ নিয়েও নিশ্চিত নন পাপন।

উল্লেখ্য, মূলধারার কোনো সংবাদ মাধ্যমে এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যেখানে নিশ্চিত ভাবে উল্লেখ আছে যে,নাজমুল হাসান পাপন মাশরাফিকে বিসিবির নতুন সভাপতি হিসেবে চান। তবে কিছু প্রতিবেদন থেকে জানা যায় যে, মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দেখতে চান তার বাবা গোলাম মোর্ত্তজা। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

তবে, newstraking নামের একটি অনলাইন পোর্টালে “মাশরাফীকে বিসিবির নতুন সভাপতি হিসেবে দেখতে চান পাপন নিজেই” শীর্ষক একটি শিরোনাম ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কিন্তু, বিস্তারিত অংশে মাশরাফির সভাপতি হওয়া সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সেখানে মূলত মাশরাফিকে নিয়ে দৈনিক জনকন্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম, প্রথম কয়েকটি লাইন এবং ছবি পরিবর্তন করে বাকি অংশ হুবহু কপি করে যুক্ত করে দেয়া হয়েছে।


অর্থাৎ, নট আউট নোমানকে দেয়া সাক্ষাতকারটি নিয়েই মূলধারার অনেক সংবাদমাধ্যম “মাশরাফীকে বিসিবিতে দেখতে চায় পাপন” শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।  আর এই শিরোনামকে অতিরঞ্জিত করে ফেসবুকে আলোচিত দাবিটি করা হয়। তাই এই দাবিকে ফ্যাক্টওয়াচ “বিভ্রান্তিকর” হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh