ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্ব নিলেন মাশরাফি – মিথ্যা শিরোনাম

Published on: September 26, 2022

সম্প্রতি “অবশেষে ক্রিকেট বোর্ড থেকে অসৎ লোকদের বিদায় করতে বিসিবিতে নতুন দায়িত্ব নিয়েই নিলেন মাশরাফি” শিরোনামে একটি সংবাদ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদটির বিস্তারিত অংশে যেয়ে দেখা গেছে, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক থাকাকালীন মাশরাফি সতীর্থদের সাথে মধুর সম্পর্ক বজায় রাখতেন, তাঁর নেতৃত্বে ক্রিকেট দল অন্য এক উচ্চতায় পৌঁছে গিয়েছিল, এসব বিষয়ে আলোচনা করা হলেও বিসিবিতে দায়িত্ব নেওয়ার কোনো তথ্য সেখানে দেয়া হয়নি। এছাড়া সংবাদটির ফিচার ইমেজে ব্যবহৃত ছবিটি ২০১৯ সালে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতকারের সময়ে তোলা হয়েছিল। সুতরাং ক্লিকবেইট ক্যাপশনে প্রকাশিত সংবাদটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে। 

 

এমন কিছু সংবাদ দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

উক্ত ক্যাপশনে প্রকাশিত সংবাদটির বিস্তারিত অংশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মাশরাফির অবদান, সতীর্থদের সাথে তাঁর মধুর সম্পর্ক, বিসিবিতে মাশরাফির দায়িত্ব পাওয়া উচিত — এসব বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে শিরোনাম অনুযায়ী সংবাদটির মূল বিষয় ছিলো মাশরাফির বিসিবিতে দায়িত্ব পাওয়ার তথ্য প্রচার করা। বিস্তারিত অংশে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।

জাতীয় সংবাদ মাধ্যমে মাশরাফির বিসিবিতে দায়িত্ব পাওয়ার কোনো তথ্য সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয়নি। এছাড়া মাশরাফির ভ্যারিফাইড ফেসবুক পেজে বিসিবিতে দায়িত্ব পাওয়া সংক্রান্ত কোনো সংবাদ দেখা যায়নি।

এ ধরণের শিরোনাম ব্যবহার করার কারণে সাধারণ ব্যবহারকারীরা মাশরাফি বিসিবিতে দায়িত্ব পেয়েছেন এমন ধারণা পেয়ে বিভ্রান্ত হয়েছে।

সুতরাং, সংবাদটির বিস্তারিত অংশের সাথে শিরোনামের কোনো মিল খুঁজে না পাওয়ায় ফ্যাক্টওয়াচ শিরোনামটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh