মেসি ও নেইমার ড. জাকির নায়েকের ওয়াজ শুনতে গিয়েছিলেন?

Published on: January 31, 2023

মেসি নেইমার একসাথে বসে কোরআনের আলোচনা শুনতেছে ড. জাকির নায়েক এর কন্ঠে – এমন ক্যাপশনযুক্ত একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে । অনুসন্ধানে দেখা যাচ্ছে, ২ টি ভিন্ন ঘটনার ভিডিও একসাথে জুড়ে এই ক্লিপটি তৈরি করা হয়েছে। আদতে জাকির নায়েক এর সাথে এই ফুটবল তারকাদের কোনো অনুষ্ঠানে জনসমক্ষে দেখা যায়নি।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে


ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

মূলত ১৩ সেকেন্ডের একটি ভিডিওই ফেবুকের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। ১৩ সেকেন্ডের মধ্যে ৯ম থে ১২শ সেকেন্ডে প্রখ্যাত ইসলাম প্রচারক ডাক্তার জাকির নায়েক কোরআন শরীফের একটি কপি হাতে কথা বলতে দেখা যায় । বাদ বাকি সময়ে মেসি এবং নেইমারসহ অনেক অতিথিকে কোনো একটি অনুষ্ঠানে বসে কারো কথা শুনতে বা অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।

১৩ সেকেন্ডের পুরোটা সময়েই জাকির নায়েকের ইংরেজি বক্তব্যের অডিও শোনা যায়।

লক্ষনীয় , মেসি ও নেইমার কে দেখানোর সময়ে স্ক্রিনের ডানপাশে FIFA TV এর লোগো দেখা গেলেও জাকির নায়েকের বক্তব্যের অংশে এই লোগো দেখা যায়নি। এখান থেকে বোঝা যায়, এই দু’টো অংশ দু’টো আলাদা ভিডিওর অংশ।

ইমেজ সার্চের মাধ্যমে দেখা যাচ্ছে, মেসি এবং নেইমার এর অংশটি FIFA Men’s Player 2017 অনুষ্ঠান থেকে নেওয়া হয়েছে, যে ভিডিওটা FIFA এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। মূলত এই সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদো বক্তব্য প্রদান করছিলেন, এবং মেসি-নেইমার সহ অন্যান্য দর্শক সেই বক্তব্য নীরবে শুনছিলেন।

জাকির নায়েকের বক্তব্যটি খুজে পাওয়া যায় তার ২০১৬ সালে কাতার ভ্রমণের সময় দেওয়া Does God Exist? শীর্ষক লেকচারে। এই ভিডিওর ৬ মিনিট ৪ সেকেন্ড এবং এই ভিডিওর ৬ মিনিট ১৪ সেকেন্ড এর পরের অংশ থেকে ফেসবুকে ভাইরাল ক্লিপ এর অডিও পুরোপুরি মিলে যাচ্ছে। BelievingBeings শীর্ষক ইউটিউব চ্যানেলের এই ভিডিওর সাথে আলোচ্য ফেসবুকের ভিডিও ক্লিপ ও মিলে যাচ্ছে।

এই এডিটেড ভিডিওর ব্যাপারে ইতিমধ্যে ফ্যাক্ট ক্রিসেন্ডো এবং বুম বাংলাদেশ ফ্যাক্টচেকিং প্রতিবেদন প্রকাশ করেছে। তারা এই দাবিটিকে মিথ্যা এবং ভিডিওটিকে এডিটেড ভিডিও হিসেবে চিহ্নিত করেছে।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই সংক্রান্ত ফেসবুক পোস্টগুলোকে বিকৃত সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh