নির্বাচনে হেরে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মিশা সওদাগর?

Published on: February 1, 2022

৩০ জানুয়ারি ২০২২ তারিখে “নির্বাচনে হেরে সিদ্ধান্ত নিলেন আর ছবি করবেন না মিশা সওদাগর” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে shahidajannat নামের একটি ওয়েব পোর্টাল থেকে। সেখান থেকে ভাইরাল শিরোনামটি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। মূলত শিরোনামটি মিথ্যা। ২০১৭ সালে অভিনয় থেকে অবসর নেন এই অভিনেতা। মিথ্যা শিরোনামে সংবাদ প্রকাশের কারণে ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে উক্ত শিরোনামে প্রকাশিত খবরটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

উক্ত শিরোনামে খবরটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখা যায়, ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে নয়া দিগন্ত থেকে প্রকাশিত একটি খবরকে হুবহু কপি করে এই খবরটি তৈরি করা হয়েছে। “অভিনয়কে বিদায় জানিয়ে জীবনের বাকি সময়টুকু আমি আল্লাহর ইবাদত করে কাটাতে চাই: মিশা” শিরোনামে নয়া দিগন্তের খবরটি পড়ুন এখানে।

২০১৭ সালের সেপ্টেম্বরে অভিনয় থেকে অবসর নেবার সিদ্ধান্ত নেন মিশা সওদাগর। অবসরের কারণ হিসেবে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শুটিং করতে গিয়ে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। চিকিৎসা করাতে হবে। আমার বড় ছেলে আমেরিকায় চলে গেছে। ছোট ছেলে আর স্ত্রীকে নিয়ে দেশে আছি আমরা। পরিবারকে সময় দিতে হবে। পরিবার আমাকে অভিনয়ের জন্য যথেষ্ট সাপোর্ট করেছে। আমার কাছ থেকে পরিবারেরও তো কিছু চাওয়া থাকতে পারে।” অবসরের নেপথ্য কারণ নিয়ে প্রথম আলো থেকে প্রকাশিত অন্য আরেকটি সাক্ষাৎকার দেখুন এখানে।

তবে অভিনয় ছাড়লেও শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্বপালন করছিলেন তিনি। ২০১৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মত সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হেরে গিয়েছেন তিনি, তবে হেরে গেলেও নতুন কমিটি কে জানিয়েছেন অভিনন্দন। উক্ত নির্বাচনে হেরে নতুন করে অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্ত নেন নি এই অভিনেতা।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply