অভিনেতা মিশা সওদাগরের মৃত্যুর গুজব

Published on: October 14, 2022

‘‘জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর না ফেরার দেশে চলে গেছেন’’ –  এমন একটি খবর কিছু অখ্যার ওয়েব পোর্টালের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি।

গুজবের উৎস

সাম্প্রতিক সময়ে ছড়ানো কয়েকটি গুজব পোস্ট দেখুন এখানে এবং এখানে।

এই পোস্টটি KS kibria গ্রুপে করেন Sipu Sipu নামের ফেসবুক প্রোফাইলধারী একজন। তিনি ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বাংলাদেশের অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজবও ছড়ান। উল্লেখ্য এদের কারোই মৃত্যু ঘটে নি, এবং এদের মৃত্যুর গুজব নতুন না। এর আগে ২০২১ সালের এপ্রিলে মিশা সওদাগরের মৃত্যুর গুজব একবার ছড়ানো হয়েছিল, দেখুন এখানে। নায়ক আলমগীরের মৃত্যুর গুজবও এপ্রিল ২০২১ সালেই এসেছিল। দেখুন এখানে। চলতি ২০২২ সালের মে মাসে মিঠুন চক্রবর্তীর মৃত্যুর গুজবও ছড়ানো হয়, দেখুন এখানে।

কী আছে newstime20 এর সেই রিপোর্টে ?

এই পোস্টে বলা হচ্ছে ,  (বানান অপরিবর্তিত)-

না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর ,,,,,

অভিনেতা নিশা সওবদাগর আর নেই হটাৎ করেই চলে গেলেন না ফেরার দেশে,,,,,,

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা মা;রা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ অভিনেতার মৃ;.ত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

 মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে তিনি স্ট্রোক করেছিলেন বলে জানা গেছে।

 সাগর হুদা নিয়মিত নাটকে অভিনয় করতেন।

 সাম্প্রতিক সময়ে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছেবেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি“” 

এমন ভুল বানান এবং অপ্রয়োজনীয় কমা চিহ্ন ব্যবহার করে লেখা পোস্টটি প্রকাশিত হয় ৮ অক্টোবর, ২০২২ সালে। এই খবরে সাগর হুদা এবং নিশা সওবদাগর নামের দুই জনের মৃত্যুর কথাও উল্লেখ করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য বা অন্য কারো অনুভুতি জানতে চাওয়া হয় নি।

২০২১ সালে যখন একই গুজব ছড়িয়ে পরে তখন রাইজিং বিডি মিশা সওদাগরের সাক্ষাৎকার নিয়েছিল। তিনি তখন বলেন

আমি যখন বিদেশ যাই তখনই একটা চক্র আমাকে নিয়ে গুজব রটায়। তবে এবারই প্রথম মৃত্যু গুজব রটালো। করোনা পরিস্থিতিতে সবাই আতঙ্কিত। পরিবারের সবাই টেনশনে থাকে। এই সময়ে এমন খবর কেউ রটায়? খুব কষ্ট পেয়েছি। অনেকেই ফোন করেছেন, খুবই বিব্রতকর অবস্থা।

আইনানুগ ব‌্যবস্থা গ্রহণের কথা জানিয়ে মিশা সওদাগর বলেন, আমাদের প্রয়াত কিংবদন্তি অভিনেতা এটিএম ভাইকে নিয়ে এমন খবর অনেকবার রটানো হয়েছে। এছাড়া আমাদের শিল্পীদের নিয়ে প্রায়ই মৃত্যুর গুজব রটানো হয়। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে এই বিষয় নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।

একই খবরে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সাইবার ক্রাইমে অভিযোগ করার কথা জানিয়েছিলেন। তিনি বলেনঃ

বিষয়টি আমরা দেখেছি। প্রায়ই শিল্পীদের এভাবে বিব্রত করা হচ্ছে। মৃত্যুর মতো বিষয় নিয়ে যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এরই মধ্যে আমরা সাইবার ক্রাইমে অভিযোগ করেছি।

সম্প্রতি ৮ই অক্টোবর তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় মিশা সওদাগর এর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

এছাড়া নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্ট এর মাধ্যমেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন

সারমর্ম

ঢাকার চলচিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরের মৃত্যুর খবরটি মিথ্যা, এবং একটি পুরোনো গুজবের পুনরাবৃত্তি। এবং এটিকে গুজব বলেই চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh